মাত্র ৫ শতাংশ বাড়ি ভাড়া বৃদ্ধির সরকারি সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে প্রত্যাশিত দাবি আদায়ের লক্ষ্যে থালা হাতে নিয়ে ভুখা মিছিল করেছে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
রোববার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনার থেকে ‘এমপিও শিক্ষক-কর্মচারীদের প্রত্যাশিত দাবি আদায় বাস্তবায়ন কমিটি’-এর আয়োজনে এই ব্যতিক্রমধর্মী ভুখা মিছিল বের হয়।
মিছিলটি কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে পুরাতন উপজেলা পরিষদ হয়ে নতুন উপজেলা পরিষদে গিয়ে শেষ হয়। এর আগে শহীদ মিনার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।
এতে বক্তব্য দেন—চন্ডিপুর আলহাজ গেন্দা মরিয়ম সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা মো. বজলুর রহমান, শিবরাম আলহাজ্ব মো. হোসেন স্মৃতি স্কুল অ্যান্ড কলেজের প্রদর্শক মো. আবু তাহের আলম, বেলকা মজিদপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ মান্নান আকন্দ, ভাটি কাপাসিয়া সেসিপ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম মাহফুজার রহমান লেলিন, খানাবাড়ি এম ইউ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মো. ইয়াকুব আলী, মিজানুর রহমান দাখিল মাদ্রাসার সুপার মো. ইদ্রিস আলী, জহুরুলহাট হাজী এলাহী উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. নজমুল হুদা প্রমুখ।
বক্তারা বলেন, বর্তমান বাজারদর ও জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সামঞ্জস্য রেখে বাড়ি ভাড়া ৫০ শতাংশে উন্নীত করা একান্ত জরুরি। সরকার যে ৫ শতাংশ বৃদ্ধির ঘোষণা দিয়েছে তা বাস্তবতা বিবর্জিত ও শিক্ষক সমাজের প্রতি অসম্মানজনক।
তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ন্যায্য দাবিগুলোর দ্রুত বাস্তবায়ন না হলে সামনে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা।
কেকে/ আরআই