ফরিদপুরের পদ্মা নদীতে ভেসে আসা ছয় থেকে সাত বছর বয়সী এক অজ্ঞাত শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা।
রোববার (১৯ অক্টোবর) সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার নর্থচ্যানেল ইউনিয়নের কবিরপুর খেয়াঘাট এলাকার পদ্মার চর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, শিশুটির গায়ে ছিল সাদা রঙের স্যান্ডো গেঞ্জি এবং কমলা রঙের হাফ প্যান্ট। তার ডান পায়ের গোড়ালিতে কালো কাপড় প্যাঁচানো অবস্থায় ছিল।
গ্রামপুলিশ হজরত চৌধুরী বলেন, উজান দিক থেকে (রাজবাড়ী বা দৌলতদিয়া এলাকা) ভেসে আসা মরদেহটি প্রথমে আমি দেখতে পাই। সে সময় পানি উন্নয়ন বোর্ডের তত্ত্বাবধানে শ্রমিকরা নদীভাঙন প্রতিরোধে বালিভর্তি জিওব্যাগ ফেলছিলেন। পরে তাদের সহায়তায় শিশুটির মরদেহ পাড়ে তোলা হয়।
নর্থচ্যানেল ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য মো. মোস্তফা জানান, মরদেহ উদ্ধারের পর আমি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দিয়েছি। তবে শিশুটিকে স্থানীয় কেউ চিনতে পারেনি।
স্থানীয়দের ধারণা, পদ্মা নদীর উজান দিক রাজবাড়ীর মজলিসপুর, ধোলাই বা দৌলতদিয়া এলাকা থেকে মরদেহটি ভেসে এসেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদউজ্জামান বলেন, কবিরপুর খেয়াঘাটের কাছে পদ্মা নদীতে শিশুর মরদেহ ভেসে আসার খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হবে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
কেকে/ আরআই