শনিবার (১৮ অক্টোবর) বিকালে সাভার পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বেদে পাড়ায় বিএনপি'র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার লিফলেট বিতরণ ও ৩১ দফা সম্পর্কে বেদের সম্প্রদায়কে অবহিত করা হয়েছে।
ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা এই লিফলেট বিতরণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
এ সময় ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আইয়ুব খান বেদে পাড়ায় বসবাসরত বেদে সম্প্রদায়ের মানুষদের মাঝে লিফলেট বিতরণ করেন ও জনাব তারেক রহমানের ৩১ দফা সম্পর্কে অবহিত করেন এবং সবাইকে আগামী নির্বাচনে ধানের শীষে ভোট দেওয়ার জন্য আহ্বান জানান।
কেকে/বি