পুলিশের বিশেষ অভিযানে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ৭৫ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ। এ সময় একটি নম্বরবিহীন সিএনজি জব্দ করা হয়।
ফুলবাড়ী থানার এসআই (নি.) মো. মনজুরুল ইসলামের নেতৃত্বে পুলিশ শনিবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৯টায় উপজেলার উত্তর কাশিপুর তেলীপাড়া সড়ক হতে ৩টি পাটের বস্তায় মোড়ানো ৭৫ কেজি গাজাসহ ১টি সিএনজি আটক করে।
এ সময় মাদক বহনের দায়ে উপজেলা চন্দ্রখানা বুধের বান্নী এলাকার মৃত রজব আলীর ছেলে খোরশেদ আলম (৩৮) এবং খালিসা কোটাল এলাকার মৃত. সমশের আলীর ছেলে শফিকুল ইসলাম(৫০)কে আটক করে।
অভিযান পরিচালনার সময় উপজেলার খালিশা কোটাল এলাকার সোবেদ আলীর ছেলে নুর আলম (৩৫) কৌশলে পালিয়ে যেতে সক্ষম হন।
ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) শওকত আলী সরকার জানায়, ‘আটক ২ আসামিসহ পলাতক ৬ জনই চিহ্নিত মাদক ব্যবসায়ী। আটক আসামিদ্বয়ের স্বীকারোক্তি অনুযায়ী পলাতক ডাক্তার ফারুক, আমিনুল হক, ওবায়দুল হক, এমদাদুল হক ও ফারুক হোসেনসহ ৮ জনের নাম ঠিকানা যাচাই সাপেক্ষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।’
কেকে/বি