এটিএন বাংলা ও ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে “জুলাই সনদ বাস্তবায়ন হলে গণতন্ত্র সুরক্ষিত হবে”—শীর্ষক ছায়া সংসদে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি।
শনিবার (১৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে সরকারি দল হিসেবে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি এবং বিরোধী দল হিসেবে বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটি অংশগ্রহণ করে।
প্রতিযোগিতায় ডিবেট ফর ডেমোক্রেসির সভাপতি হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের মাননীয় অ্যাটর্নি জেনারেল জনাব মোহাম্মদ আসাদুজ্জামান।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটি ডিবেট ক্লাবের সভাপতি ও আইন অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আজহারুল ইসলাম, সহ-সভাপতি ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান নাজলা ফাতমী, অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম এবং শিক্ষার্থী বিষয়ক ও প্রশাসনিক পরিচালক আফরোজা হেলেন।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী দলকে ট্রফি, ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়।
কেকে/ আরআই