কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় ইকো-সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ইএসডিও) পরিচালিত অ্যাকশন টু ক্লাইমেট চেঞ্জ ইনশিউরিং সাসটেইনেবল সল্যুশনস (অ্যাক্সেস) প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা সিব্বির আহমেদের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়ার হোসেন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শাহিদুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা শাহাদৎ হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কামরুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা ময়দান আলী, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার সাইফুল ইসলাম, অ্যাক্সেস প্রকল্পের উপজেলা ম্যানেজার আতিকুজ্জামান রাজিব, লাইভ অফিসার, সোহেল রানা প্রমুখ।
সভায় জানানো হয়, ইএসডিও’র অ্যাকসেস প্রকল্পটি স্থানীয় প্রশাসন, কমিউনিটি নেতৃত্ব, নাগরিক সমাজ ও বিভিন্ন অংশীজনের সহযোগিতায় বাস্তবায়িত হবে। প্রকল্পের লক্ষ্য হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধি, ঝুঁকি ও দুর্বলতা মোকাবিলায় তাদের প্রস্তুত করা ও জলবায়ু ন্যায্যতা নিশ্চিত করা। ইএসডিওর অ্যাক্সেস প্রকল্পে কার্যক্রমের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক, সমতাভিত্তিক ও জলবায়ু সহনশীল সমাজ গঠনের পথে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জিত হবে।
কেকে/এমএ