জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল বলেন, চাঁদাবাজ যেই হোক সে কোন দলের নয়, সে একজন অপরাধী অতএব যেখানে চাঁদাবাজ দেখবেন আপনারা পুলিশে ধরিয়ে দেবেন।
বুধবার (১৫ অক্টোবর) শরীয়তুল্লাহ বাজারে এক সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের ভেতর ব্যাপক ষড়যন্ত্র চলছে, ষড়যন্ত্রটা হচ্ছে বিএনপির ভাবমূর্তি যেভাবেই হোক নষ্ট করতে হবে। আগামী নির্বাচনে বিএনপি প্রার্থীদেরকে পরাজয় করার জন্য সঙ্ঘবদ্ধ একটি চক্র বিএনপির ভিতরে ঢুকে পড়েছে। এই চক্রটি চাঁদাবাজির সাথে সম্পৃক্ত।
তিনি আরও বলেন, জেলা বিএনপি কর্তৃপক্ষ সবাইকে অনুরোধ জানিয়েছেন, কোনো সন্দেহজনক কর্মকাণ্ড দেখলে তা থানার নেতৃবৃন্দ বা সরাসরি পুলিশের কাছে জানাতে হবে, যেন অভিযোগের ভিত্তিতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা যায়।
এসময় জেলা বিএনপি এই প্রতিরোধমূলক কর্মসূচির আওতায় আগামী দিনগুলোতেও জনসভা, সচেতনতা কর্মশালা ও সমাবেশ অব্যাহত রাখার পরিকল্পনা করছে বলে সভায় জানানো হয়।
এছাড়া চাঁদাবাজের শনাক্ত করতে এবং ধরিয়ে দিতে সবাইকে অনুরোধ জানানো হয়। পাশাপাশি সভায় উপস্থিত নেতাকর্মী ও স্থানীয় সাধারণরা চাঁদাবাজি শনাক্ত ও প্রতিহতকরণে সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
কেকে/ আরআই