নীলফামারীতে ৯ মাস থেকে ১৫ বছর বয়সী ৫ লাখ ৫৯ হাজার ৫৩৭ জন শিশুকে টাইফয়েড জ্বরের টিকা প্রদান করা হবে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) জেলা তথ্য দপ্তরের আয়োজনে জেলা ইপিআই মিলনায়তনে অনুষ্ঠিত ভ্যাকসিনেশন প্রচারণা কর্মশালায় এই তথ্য জানানো হয়।
কর্মশালায় জানানো হয়, নির্ধারিত এই টিকাদান কর্মসূচির আওতায় বিদ্যালয়ভুক্ত শিক্ষার্থীর সংখ্যা ৩ লাখ ৮০ হাজার ৫০৫ জন এবং শিক্ষা প্রতিষ্ঠানবহির্ভূত ১ লাখ ৭৯ হাজার ৩২ জন। ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত টিকা দেওয়া হবে শিক্ষা প্রতিষ্ঠানে, ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে এবং ১২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিভিন্ন স্থায়ী টিকাদান কেন্দ্রে টিকাদান কার্যক্রম চলবে।
কর্মশালায় আরও জানানো হয়, দেশে প্রতি ১ লাখ জনগোষ্ঠীর মধ্যে গড়ে ২৯০ জন টাইফয়েড জ্বরে আক্রান্ত হন। আক্রান্তদের মধ্যে ৬১ শতাংশই ১৫ বছরের কম বয়সী শিশু। ফলে টাইফয়েডের ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর মধ্যে অর্ধেকের বেশি হলো শিশু।
জেলা তথ্য কর্মকর্তা মো. বায়েজীদ হোসেনের সভাপতিত্বে কর্মশালায় ভার্চ্যুয়ালি প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের পরিচালক ডালিয়া ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র।
এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম, সিভিল সার্জন কার্যালয়ের চিকিৎসা কর্মকর্তা মো. আতাউর রহমান শেখ প্রমুখ।
কেকে/ আরআই