যশোরের কেশবপুর উপজেলায় বেসরকারী সমাজ উন্নয়ন সংস্থা দলিতের উদ্যোগে বিনামূল্যে স্বাস্থ্যসেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) পৌর শহরের সাবদিয়া মিশন স্কুলে এ ক্যাম্প অনুষ্ঠিত হয়।
ক্যাম্পে চিকিৎসক ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মো. আলমগীর।
উপস্থিত ছিলেন দলিত ল্যাবরেটরিজের ব্যবস্থাপক প্রভাস কুমার দাস, দলিতের প্রোগ্রাম ম্যানেজার ধরা দেবী দাস, স্পন্সরশীপ অফিসার বিপ্লব মন্ডল, প্রোগ্রাম অর্গানাইজার বিপ্লব দাস ও অঞ্জনা দাস, হিসাব রক্ষক সাধন কুমার দাস প্রমুখ।
ক্যাম্পে এলাকার ১০৪ জন রোগীকে স্বাস্থ্যসেবা ও বিনামূল্যে ঔষধ দেওয়া হয়।
একই দিনে বিকালে উপজেলার প্রতাপপুর দলিত স্কুলে ছাত্রছাত্রীদের মধ্যে চিত্রাঙ্গন ও সাংস্কৃতিক প্রতিযোগিতা হয়। এতে ৩০ জন শিক্ষার্থী অংশ নেয়। শেষে প্রতিযোগীদের মাঝে পুরস্কার তুলে দেন ধরা দেবী দাস।
কেকে/ এমএ