জনঅংশগ্রহণের মাধ্যমে স্থানীয় উন্নয়নের রূপরেখা ও ইউনিয়ন পরিষদের বার্ষিক বাজেট ও পরিকল্পনায় জলবায়ু অভিযোজন পরিকল্পনা অন্তর্ভুক্তি ও স্থানীয়ভাবে অর্থায়নের লক্ষ্যে নোয়াখালীর সুবর্ণচরে ২০২৫-২৬ অর্থবছরের উন্মুক্ত বাজেট অধিবেশন সম্পন্ন করেছে মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদ। এ আয়োজনে সহায়তা করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা পার্টিসিপাটরি রিসার্চ অ্যান্ড অ্যাকশন নেটওয়ার্ক (পিআরএএএন)।
মঙ্গলবার (১৪ অক্টোবর) সুবর্ণচর উপজেলার ৮ নম্বর মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্রাঙ্গণে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তার সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে অধিবেশনটি অনুষ্ঠিত হয়েছে।
অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সুবর্ণচর উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সায়মা।
উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ইউনিয়নের বিভিন্ন এলাকার সাধারণ জনগণ।
মোহাম্মদপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মিজানুর রহমান জিয়ার সভাপতিত্বে অধিবেশনে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা গোলাম কিবরিয়া সোহেল চলতি অর্থবছরের (২০২৪-২৫) ৫ কোটি ১ লাখ ৯৬ হাজার ২০০ টাকার বাজেট ও আসন্ন অর্থবছরের (২০২৫-২৬) প্রস্তাবিত ৫ কোটি ৬৮ লাখ ১২ হাজার ২০০ টাকার বাজেট উন্মোচন করেন; একই সাথে ইউনিয়ন জলবায়ু অভিযোজন পরিকল্পনা ঘোষণা করেন।
অধিবেশনে রাবেয়া আফসার সায়মা বলেন, ‘উন্মুক্ত বাজেট জনগণের অংশগ্রহণমূলক উন্নয়নের একটি দৃষ্টান্ত। জনগণের পরামর্শ ও অংশগ্রহণের মাধ্যমেই একটি ইউনিয়নের টেকসই উন্নয়ন সম্ভব। রিলিফ সাময়িক সহায়তা হলেও টেকসই উন্নয়ন ভবিষ্যতের জন্য স্থায়ী সুফল বয়ে আনে না। তাই, স্থায়ীত্বশীল উন্নয়ন নিশ্চিত করতে হলে স্থানীয় পরিকল্পনা ও জনঅংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
অধিবেশনে অন্য বক্তারা বলেন, ‘বাজেট বরাদ্দের ক্ষেত্রে এলাকায় সমানভাবে বণ্টন, বর্ষা ও শুষ্ক মৌসুমে পানির সমস্যা সমাধানে খাল খনন ও নিরাপদ পানির ব্যবস্থায় বরাদ্দ বৃদ্ধি, স্থানীয় উন্নয়ন প্রকল্পে স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’
অধিবেশনে কৃষি খাতকে অগ্রাধিকার দিয়ে বাজেট বরাদ্দ রাখা এবং সেচের জন্য খাল ও জলাধার সংস্কার করা, প্রতিবন্ধী, বয়স্ক ও শিক্ষা খাতে ভাতা বরাদ্দ বৃদ্ধি এবং স্থানীয় উন্নয়ন প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতা নিশ্চিত করার প্রস্তাব করা হয়।
সবশেষে একটি স্থানীয় জলবায়ু অভিযোজন পরিকল্পনা গ্রহণ ও প্রকাশ করা হয় এবং আগামীতে ইউনিয়নের সব কার্যক্রমে এই পরিকল্পনার আলোকে কর্মসূচি গ্রহণ করার সিদ্ধান্ত গৃহীত হয়।
কেকে/এমএ