প্রেমের জেরে পিতা পুত্রকে কুপিয়ে জখম করল বিএনপি নেতা
মো. রাশেদ আলম, নলডাঙ্গা (নাটোর)
প্রকাশ: মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫, ২:২১ পিএম

ছবি: প্রতিনিধি
নাটোরের নলডাঙ্গায় বিএনপি নেতার মেয়ের সাথে প্রেমের কারণে ছেলে ও ছেলের বাবাকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে।
রোববার (১২ অক্টোবর) রাতে তেঘরপাড়া মির্জাপুর দীঘা এলাকায় এ ঘটনা ঘটে। এ বিষয়ে সোমবার (১৩ অক্টোবর) রাতে আহতের বড় ভাই রনি মোল্লা বাদি হয়ে থানায় মামলা দায়ের করে।
এজাহার সূত্রে জানা যায়, ঘটনার দিন প্রেমিক রাকীব হোসেন মোল্লাকে (২৪) তার নিজ বাড়ির সামনে থেকে স্থানীয় বিএনপি নেতা নূর হোসেন (৪৫) ও তার ভাই ইসমাইল হোসেন (৫৫) এবং ছেলে কৌশিক(২৩) ভাতিজা সৈকত (২০) সিপনসহ (২৫) কে উঠিয়ে নিয়ে যায়। নূর হোসেনের বাড়িতে আটকিয়ে লোহার হাতুড়ি দিয়ে বেধড়ক মারপিট করে। পরে রাকীব হোসেন তার পিতা শফিকুল ইসলাম মন্ডল (৫৬) ফোন করে বিষয়টি জানায়। ফোন পেয়ে ছেলেকে উদ্ধার করতে গেলে তাকেও ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কুপিয়ে জখম করে।
বিষয়টি জানতে পেয়ে আহতের বড় ভাই রনি মোল্লা ৯৯৯ ফোন দিলে নলডাঙ্গা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে পাঠায়। নাটোর সদর হাসপাতাল আহতদের অবস্থা সংকটাপন্ন পণ্য দেখে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এ বিষয়ে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, মামলা এজাহারভুক্ত হয়েছে। অভিযুক্তদের গ্রেফতার অভিযান চলছে।
কেকে/এআর