রংপুরের গঙ্গাচড়া উপজেলাধীন তিস্তা নদী হতে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগে ৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। উপজেলার কোলকোন্দ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা অজিফা বেগম এ মামলা করেন।
মামলার অভিযোগে জানা গেছে, গঙ্গাচড়া উপজেলার পূর্ব বিনবিনা গ্রামের মৃত জমির উদ্দিনের ছেলে নূর ইসলাম, লক্ষিটারী ইউনিয়ন পরিষদের ওয়ার্ডের সদস্য মনোয়ারুল ইসলাম (৪৫), পূর্ব ইচলী গ্রামের মহিলা মেম্বারের স্বামী আজিজুল ইসলাম (৪৫), ইচলী গ্রামের মহসিন আলীর ছেলে সুজন মিয়া (৩৫), আবু বক্করের ছেলে রমজান আলী (২৭), মজিবর রহমানের ছেলে ফজলু মিয়া (৫০) ও ফরিদ মিয়া (৪৫) এবং লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ গোপাল রায় গ্রামের মৃত নছর উদ্দিনের ছেলে হায়দার আলী দীর্ঘদিন ধরে জোটবদ্ধভাবে তিস্তা নদীর খাস জমি থেকে প্রায় ১০ লাখ টাকার বালু উত্তোলন করে বিক্রি করেছে।
ওই বালু পরিবহনে রাস্তাটি দুর্ঘটনাপ্রবণ হয়ে পড়েছিল এবং বালু পরিবহনে রাস্তার ক্ষতি সাধিত হয়েছে।
গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান বলেন, ‘সরকারের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মামলা হয়েছে। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ