২০ শতাংশ বাড়ি ভাড়া ও দেড় হাজার টাকা চিকিৎসা ভাতার দাবিতে আন্দোলনকারী এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীদের উপর ন্যাক্কারজনক পুলিশি হামলার প্রতিবাদে পটুয়াখালীর কলাপাড়া উপজেলায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) দুপুর ১২ টার দিকে উপজেলার কলাপাড়া প্রেস ক্লাবের সামনের সড়কে এমপিওভুক্ত শিক্ষক ও কর্মচারীরা এ কর্মসূচির আয়োজন করে।
কলাপাড়া মহিলা ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদের সভাপতিত্বে ও একই কলেজের সহকারী অধ্যাপক নেছারউদ্দিন আহমেদ টিপুর সঞ্চালনায় কর্মসূচিতে বক্তব্য দেন নেছার উদ্দিন কামিল মাদ্রাসার অধ্যক্ষ মো. নাসির উদ্দিন হাওলাদার, কলাপাড়া বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক চঞ্চল সাহা, কলাপাড়া মহিলা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক মো.মাসুম বিল্লাহ, একই কলেজের প্রদর্শক মো.আসাদুজ্জামান, নাওভাঙ্গা সালেহিয়া কামিল মাদ্রাসার প্রভাষক মো. ইভান মাতুব্বর, নূর মোহাম্মদ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো.মোয়াজ্জেম হোসেন, এএইচ আশ্রাব একাডেমীর শিক্ষক মো. ফেরদৌস মিয়া, নেছার উদ্দিন কামিল মাদ্রাসার সহকারী শিক্ষিকা মোসা. তাহমিনা মালা।
কর্মসূচিতে বক্তারা বলেন, ‘বাড়ী ভাড়া ২০ ভাগ, চিকিৎসা ভাতা দেড় হাজার টাকা ও কর্মচারীদের উৎসব ভাতা ৭৫ ভাগ বর্ধিত করার দাবিতে শান্তিপূর্ণ আন্দালনে পুলিশের অমানবিক হামলা শিক্ষক সমাজ মেনে নেবে না।’
দ্রুত শিক্ষকদের দাবি মেনে নিয়ে পুলিশী হামলার সঠিক তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনার আহ্বান জানান শিক্ষক-কর্মচারীরা।
কেকে/ এমএ