পঞ্চগড়ের আটোয়ারী উপজেলায় দুরারোগ্য ব্রেইন স্টোক রোগে আক্রান্ত তৃতীয় শ্রেণির শিক্ষার্থী শিশু মুক্ত শর্মা (১১) বাঁচতে চায়। সে উপজেলার রাধানগর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের হতদরিদ্র দীপক শর্মা ও মুক্তা রাণী শর্মা দম্পতির ছেলে এবং রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র।
অসুস্থতার কারণে তার স্কুলে যাওয়া বন্ধ রয়েছে। উন্নত চিকিৎসার অভাবে যত দিন যাচ্ছে, মুক্ত শর্মার অসুস্থতা ততই বেড়ে যাচ্ছে। দুর্বল হয়ে পড়ছে সে। এভাবে সময় পার হলে এ সুন্দর পৃথিবীর মায়া ত্যাগ করবে— এমন আশঙ্কা করছে মুক্ত শর্মার পরিবার।
মুক্তা শর্মার বাবা সেলুন ব্যবসায়ী দীপক শর্মা বলেন, ‘২০২৪ সালে ছেলের ব্রেইন স্টোক হয়। রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালের স্নায়ু রোগ মেডিসিন বিশেষজ্ঞ নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সুকুমার মজুমদারের চিকিৎসা করেছি। তার পরামর্শ নিয়ে বর্তমানে ঢাকা মেডিকেল বিশ্ববিদ্যালয়ের নিউরোলজি বিভাগের স্টোক অ্যান্ড ইন্টারভেনশনালহেড অধ্যাপক ডা. সুভাষ কান্তি দের চিকিৎসাধীন রয়েছে। বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ অনুয়ায়ী, মুক্ত শর্মাকে বাঁচাতে হলে দ্রুত ব্রেইন অপারেশন করতে হবে। এতে প্রায় ৮ লক্ষ টাকা খরচ হতে পারে।
মুক্ত শর্মার বাবা-মা কেঁদে কেঁদে বলেন, ‘ছেলের চিকিৎসা খরচ মেটাতে গিয়ে নি:স্ব হয়ে গেছি। ভিটেবাড়ীর জমিটুকুও বিক্রি করে তার চিকিৎসা খরচ চালিয়েছি। পরিবারের পক্ষ থেকে চিকিৎসা করানোর মত আর কোন সহায়-সম্বল নাই।’
শিশুটির বাবা-মা সন্তানের এমন অবস্থায় বাকরুদ্ধ। চোখে মুখে অন্ধকার ছাড়া কিছুই দেখছেন না। তার আপন সন্তানের চিকিৎসায় এত টাকা কোথায় পাবে, তা নিয়ে চিন্তিত। কে দেবে এত টাকা, তাও বলতে পারছেন না।
এ অবস্থায় ফুট ফুটে এ শিশুটির জীবন বাঁচাতে পরিবারের পক্ষ থেকে সমাজের বিত্তবান, দানশীল, বিভিন্ন সাহায্য সংস্থাসহ দেশ-বিদেশের হৃদয়বান মানুষদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করেছেন।
রোগাক্রান্ত শিশু মুক্ত শর্মার আকুতি, ‘আপনারা আমাকে বাঁচাতে সাহায্য করুন, আমি বাঁচতে চাই। আমি ভালো হয়ে স্কুলে পড়তে যাবো।’
শিশু মুক্ত শর্মাকে চিকিৎসায় সহযোগিতা করতে যোগাযোগ- মুক্তর পিতা দীপক শর্মা- ০১৭৬৪৯৭০৪৭৮ (নগদ/বিকাশ)।
কেকে/ এমএ