ঢাকার ধামরাইয়ে ট্রাকচাপায় নাহিদ হাসান শুভ নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।
সোমবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার সোমভাগ ইউনিয়নের জয়পুরা এলাকায় ঢাকা আরিচা মহাসড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত নাহিদ উপজেলার সুয়াপুর ইউনিয়নের রৌহা গ্রামের মিজানুর রহমানের ছেলে। সে ধামরাই কচমচ এলাকায় স্নোকেক্স গার্মেন্টস কারখানায় চাকরি করতেন।
সাভার হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে নাহিদ মোটরসাইকেলযোগে কর্মস্থলে যাচ্ছিলেন। এসময় পিছন দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানায়, জয়পুরা এলাকায় মহাসড়কের অপরিকল্পিত ডিভাইডারের কারণে প্রায়ই এমন দুর্ঘটনা ঘটে। সড়কের মাঝখানে অপরিকল্পিতভাবে গড়ে তোলা ডিভাইডার পরিবহন চালকদের জন্য হয়ে উঠেছে ভয়াবহ ফাঁদ।
স্থানীয় বাসিন্দা সুজন বলেন, এখানে প্রায়ই দুর্ঘটনা হয়। কিছুদিন পরপরই কারও না কারও প্রাণ যায়। সড়ক ও জনপথ বিভাগের উদাসীনতায় মানুষ মরছে, অথচ কোনো পদক্ষেপ দেখা যায় না।
নিহতের বন্ধু রাজিব আহমেদ জানান, আমরা একসঙ্গে এইচএসসি পাশ করেছি। পরিবারের বড় সন্তান হিসেবে নাহিদই সংসারের ভার কাঁধে নিয়েছিল। তার অকাল মৃত্যুতে পরিবারসহ পুরো এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। নাহিদের মৃত্যুর ঘটনায় পরিবারে নেমে এসেছে গভীর শোক আর আহাজারি।
ধামরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের পরিবার এখনো লিখিত অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া ঘাতক ট্রাকটি শনাক্তে অভিযান চলছে।
কেকে/ আরআই