‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’— এই প্রতিপাদ্যকে সামনে রেখে নীলফামারীর ডোমারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এক র্যালি বের করা হয়।
পরে উপজেলা পরিষদ চত্বরে ফায়ার সার্ভিসের উদ্যোগে দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে এক প্রদর্শনী অনুষ্ঠিত হয়। এতে অগ্নিনির্বাপক বিভিন্ন সরঞ্জাম ও আগুন নেভানোর কৌশল প্রদর্শন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শায়লা সাইদ তন্বীর সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জিয়াউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা মো. রেজাউল করিম, ডোমার ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. মমতাজুল ইসলাম, ডোমার প্রেস ক্লাবের সভাপতি মো. মোজাফফর আলীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা দুর্যোগ মোকাবিলায় আগাম প্রস্তুতি ও সচেতনতার গুরুত্ব তুলে ধরে বলেন, সঠিক পূর্বাভাস ও সমন্বিত উদ্যোগের মাধ্যমে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি অনেকাংশে কমানো সম্ভব। তারা ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
কেকে/ আরআই