সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি       এবার ‘শাপলা’ প্রতীক চাইল বাংলাদেশ কংগ্রেস      ইসরায়েলে ট্রাম্পের ভাষণে বাধা, ফিলিস্তিনকে স্বীকৃতির দাবি      কক্সবাজার বিমানবন্দরকে আন্তর্জাতিক স্বীকৃতি      শিক্ষা ভবনের সামনে ৭ কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ      হামাস-ইসরায়েল বন্দি বিনিময় শুরু, প্রথম দফায় ৭ জিম্মি হস্তান্তর      ভারী বর্ষণ-বন্যায় মেক্সিকোতে নিহত ৪৪, নিখোঁজ ২৭      
দেশজুড়ে
মুরাদনগরের আল্লাহু চত্বরে তীব্র যানজট, স্থায়ী সমাধান চান এলাকাবাসী
আজিজুল হক, মুরাদনগর (কুমিল্লা)
প্রকাশ: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫, ৫:৫২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুমিল্লার মুরাদনগর উপজেলার প্রাণকেন্দ্র আল্লাহু চত্বর এখন যানজটের সমার্থক নাম। প্রতিদিন সকাল থেকে গভীর রাত পর্যন্ত এলাকাটি পরিণত হয় যানবাহন জটের মেলায়। এতে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারও পথচারী, শিক্ষার্থী, ব্যবসায়ী, রোগী ও অফিসগামী মানুষকে।

মুরাদনগর-ইলিটগঞ্জ, মুরাদনগর-রামচন্দ্রপুর ও মুরাদনগর-হোমনা সড়ক সব দিক থেকেই যানবাহন এসে মিশে যায় এই এক চত্বরে। মূল সড়ক ফাঁকা থাকলেও চত্বরে পৌঁছাতেই থেমে যায় যানচলাচল।

স্থানীয়দের অভিযোগ, এলোমেলোভাবে গাড়ি পার্কিং, যাত্রী তোলা-নামার স্থান না থাকা এবং অটো রিকশা, সিএনজি, ট্রাক ও পণ্যবাহী গাড়ির অনিয়ন্ত্রিত চলাচলই যানজটের প্রধান কারণ।

প্রায়ই দেখা যায়, ‘গরিবের টেসলা’ খ্যাত অটো রিকশাগুলো যাত্রী তোলার জন্য রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকে। অন্যদিকে ট্রাক ও মালবাহী গাড়িগুলো বাজার এলাকায় পণ্য ওঠানামার জন্য ঘণ্টার পর ঘণ্টা রাস্তা দখল করে রাখে। এতে কয়েক মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগে আধা ঘণ্টারও বেশি।

ভুক্তভোগী যাত্রী রফিকুল ইসলাম, যিনি প্রতিদিন মুরাদনগর সদর থেকে রামচন্দ্রপুরে যান, তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘প্রতিদিন সকালে কাজের জায়গায় যেতে দেরি হয়ে যায়। আল্লাহু চত্বরে এলেই যানজটে আটকে থাকতে হয় কমপক্ষে ২০-৩০ মিনিট। পুলিশের লোক আসলে একটু চলাচল হয়, না হলে পুরোপুরি অচল হয়ে যায় রাস্তা।’

ব্যবসায়ী শফিক মিয়া বলেন, ‘আমাদের দোকানের সামনে প্রতিদিনই রিকশা আর সিএনজির লাইন লেগে থাকে। ক্রেতারা দোকানে আসতে ভয় পায়। কারণ রাস্তা পার হতে গিয়েই আটকে যায় যানজটে।’

কলেজ শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘পরীক্ষার দিনও সময়মতো পৌঁছাতে পারিনি। বাস থেকে নেমে হেঁটেই কলেজে যেতে হয়। আল্লাহু চত্বর এখন যেন যন্ত্রণা চত্বর হয়ে গেছে।’

পুলিশ ও প্রশাসন মাঝেমধ্যে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে জরিমানা করে। কিছু সময়ের জন্য যানজট কমলেও স্থায়ী সমাধান মিলছে না।

স্থানীয় সচেতন মহলের দাবি, আল্লাহু চত্বরের আশেপাশে নির্দিষ্ট পার্কিং জোন, অটো ও সিএনজির জন্য স্টপেজ নির্ধারণ এবং স্থায়ী ট্রাফিক পুলিশ বুথ স্থাপন করা প্রয়োজন। পাশাপাশি, বাণিজ্যিক এলাকা ও হাট-বাজারগুলোর জন্য সময়ভিত্তিক মালবাহী গাড়ি চলাচলের নিয়ম প্রণয়ন করলে সমস্যা অনেকটাই সমাধান হতে পারে।

মুরাদনগরের আল্লাহু চত্বর প্রতিদিনের প্রাণচাঞ্চল্যের প্রতীক হলেও এখন তা মানুষের ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। সাময়িক অভিযান নয়, প্রয়োজন দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও স্থায়ী সমাধান। নইলে মুরাদনগরের এই গুরুত্বপূর্ণ চত্বর ভবিষ্যতে পুরো উপজেলার যানবাহন ব্যবস্থার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠবে।

কেকে/ এমএ
আরও সংবাদ   বিষয়:  মুরাদনগর   আল্লাহু চত্বর   যানজট  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

রাজনৈতিক উদ্দেশ্য আমাকে ‘জঙ্গি অর্থদাতা’ বলা হয়েছিল
দশমিনায় ওয়ার্ড সদস্যের বিরুদ্ধে জেলেদের চাল বিক্রির অভিযোগ
আমিরাতে ‘প্রবাসী প্রিমিয়ার ফুটবল লিগ’ শুরু ৭ নভেম্বর
১৭ কোটি মানুষের খাদ্যের যোগান দিচ্ছি, ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিচ্ছি
মৌলভীবাজারে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

সর্বাধিক পঠিত

জালিয়াতি মামলায় ভারতীয় নাগরিক গ্রেফতার
টাঙ্গাইলকে ময়মনসিংহে যুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে মহাসড়ক অবরোধ
বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
শিবচরে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতি পালন
নবীনগরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close