নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সম্মিলিত খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসাবে নির্বাচিত হয়েছেন মাওলানা মহিউদ্দিন খান এবং সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পেয়েছেন মুফতি আবু বক্কর কাসেমী।
রোববার (১২ অক্টোবর) বিকালে উপজেলার লাধুরচর গোবিন্দপুর ইসলামিয়া মাদরাসা প্রাঙ্গণে কমিটি গঠন ও পরিচিতি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। বিশেষ অতিথি ছিলেন মাওলানা আব্দুল আউয়াল, খতিব ডিআইটি জামে মসজিদ (নারায়ণগঞ্জ)।
এ সময় আরও উপস্থিত ছিলেন মাওলানা আব্দুল কাদের, মুহতামিম আমলাপাড়া মাদরাসা, আব্দুর রহমান নান্দু মুন্সি, সভাপতি খিলাফত আন্দোলন, হাফেজ আব্দুল আউয়াল, সভাপতি খিলাফত মজলিস সোনারগাঁ থানাসহ প্রখ্যাত উলামায়ে কেরাম।
নবনির্বাচিত কমিটিতে দায়িত্ব পেয়েছেন সিনিয়র সহ-সভাপতি মাওলানা জহিরুল ইসলাম ফারুকী। উপদেষ্টা মুফতি বেলাল (পীর সাহেব সোনারগাঁ) ও মাওলানা উবায়দুল কাদের নদভী। সহ-সভাপতি মাওলানা আব্দুদ রাইয়ান, মাওলানা এরশাদুল ইসলাম নানাখী এবং মুফতি সাইদুর রহমান। সাংগঠনিক সম্পাদক মুফতি নুরুল্লাহ হাশেমী এবং প্রচার সম্পাদক মাওলানা নুরুল হুদা।
নবনির্বাচিত সভাপতি মাওলানা মহিউদ্দিন খান বলেন, “খতমে নবুওয়াতের পবিত্র আকিদা রক্ষা করা প্রতিটি মুসলমানের ঈমানি দায়িত্ব। আমরা ঐক্যবদ্ধভাবে এই মহান দায়িত্ব পালনে কাজ করবো। সংগঠনকে সুসংগঠিত করে সমাজে সচেতনতা ছড়িয়ে দিতে চাই।”
অনুষ্ঠানে বক্তারা বলেন, “খতমে নবুওয়াতের আকিদা রক্ষায় ঐক্য, শৃঙ্খলা ও সচেতনতার বিকল্প নেই। নতুন নেতৃত্বের মাধ্যমে কমিটির কার্যক্রম আরও গতিশীল হবে।”
পরিশেষে দোয়া মোনাজাতে বলা হয়, আল্লাহ তায়ালা যেন নবনির্বাচিত নেতৃবৃন্দকে দ্বীনি খেদমতে বরকত দান করেন এবং খতমে নবুওয়াতের পবিত্র দায়িত্ব পালনে শক্তি ও তাওফিক প্রদান করেন।
কেকে/বি