‘সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ’- এই প্রতিপাদ্যে নওগাঁর পত্নীতলা উপজেলায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ অক্টোবর) সকাল ১১ টায় উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আয়োজনে র্যালি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
র্যালি ও সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. আলীমুজ্জামান মিলন। উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. ইমতিয়াজ জাহিরুল হক, কৃষি অফিসার কৃষিবিদ মো. সোহারাব হোসেন, প্রাণিসম্পদ অফিসার ডা. আশীষ কুমার দেবনাথ, মাধ্যমিক শিক্ষা অফিসার শেখ মো. আব্দুল্লাহ আল মামুন, প্রকল্প বাস্তবায়ন অফিসার আব্দুর রহিম, মহিলা বিষয়ক অফিসার মনোরঞ্জন পাল, পত্নীতলা থানার তদন্ত (ওসি) আবু তালেব, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ রাশেদুর রহমান, ছাত্র প্রতিনিধি মাসুমুল হক সিয়াম প্রমুখ।
কেকে/এমএ