বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার আলোকে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলা ছাত্রদলের উদ্যোগে “তারেক রহমানের ভাবনায় আগামীর তারুণ্য” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১১ অক্টোবর) বিকালে উপজেলার জামপুর ইউনিয়ননের বশিরগাঁ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের এ সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ও নারায়ণগঞ্জ- ৩ (সোনারগাঁও-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী আল মুজাহিদ মল্লিক।
সভায় তিনি বলেন, “তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি আধুনিক, ন্যায়ভিত্তিক ও যুববান্ধব রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলো বাস্তবায়িত হলে তারুণ্যই হবে পরিবর্তনের চালিকাশক্তি।”
“দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও যুব সমাজের অধিকার আদায়ের আন্দোলনে ছাত্রদলকে অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক আব্দুর রহিমের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন সোনারগাঁও উপজেলা ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, সরকারি সফর আলী কলেজের সাবেক অধ্যক্ষ গিয়াসউদ্দিন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. মনির হোসেন মল্লিক, সোনারগাঁও উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য মো. আল আমিন, সোনারগাঁও সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিনুল ইসলাম, নোয়াগাঁও ইউনিয়ন ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো.নুরুজ্জামান, জামপুর ইউনিয়ন যুবদল নেতা মো. সেলিম আহমেদ, শম্ভুপুরা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সাধারণ সম্পাদক জিসান আহমেদ রনি, সজিব হাসান, সালমান হোসেন, জামপুর ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আরেফিন হাসান স্বাধীন, এসএম শিহাব মিয়া, কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আলিফ হোসেন।
সভা শেষে রাষ্ট্র কাঠামোর ৩১ দফার প্রচারপত্র বিলি করা হয়।
কেকে/ এমএ