গাজীপুরে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই মামলার আসামি জহিরুল ইসলামকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার বিকেলে মহানগরীর বিলাসপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন র্যাব-১ গাজীপুর পোড়াবাড়ী ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট নাফিজ বিন জামাল।
জহিরুল ইসলাম লিটন শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের কায়েতপাড়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে। সে গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী, চাঁদা দাবী, এবং অস্ত্র আইনে বিভিন্ন থানায় একাধিক মামলা বিচারাধীন রয়েছে বলে জানায় র্যাব।
র্যাব জানান, গত ২৮ আগস্ট রাত ৮টায় চাঁদা আদায়কালে স্থানীয় জনগণ চিহ্নিত চাঁদাবাজ ও সন্ত্রাসী শেখ মামুন আল মুজাহিদ সুমনকে গণপিটুনী দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে সুমনকে গ্রেফতার করে চিকিৎসার জন্য শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে গ্রেফতারকৃত জহিরুল ইসলাম লিটন ২০-৩০টি মোটরসাইকেলযোগে তার সহযোগীরা ৪০-৪৫ জন সন্ত্রাসীকে নিয়ে পুলিশের গাড়ী ব্যারিকেড দেয়। এসময় তার লোকজন পুলিশের ওপর হামলা করে সন্ত্রাসী শেখ মামুন আল মুজাহিদ সুমনকে ছিনিয়ে নিয়ে যায়।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহম্মদ আব্দুল বারিক বলেন, রাত ১০টার দিকে র্যাব সদস্যরা আসামি জহিরুল ইসলাম লিটনকে থানায় সোপর্দ করে। আজ শুক্রবার তাকে গাজীপুর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।
কেকে/ আরআই