নড়াইলে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন ২০২৫ উপলক্ষে মিডিয়াকর্মীদের অংশগ্রহণে কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। বিশেষ অতিথি ছিলেন জেলা সিভিল সার্জন ডা. আব্দুর রশিদ, নড়াইল প্রেস ক্লাবের সভাপতি এসএম আব্দুল হক।
ওয়ার্কশপে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেলা সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তারা।
শারমিন আক্তার জাহান বলেন, “আমরা চাই, নড়াইল জেলার প্রতিটি শিশু যেন টাইফয়েডের টিকা নিয়ে নিরাপদ থাকে।”
কেকে/ এমএ