মৌলভীবাজার জেলা পুলিশের শ্রীমঙ্গল সার্কেলে (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) যোগদান করেছেন সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ওয়াহিদুজ্জামান রাজু।
বৃহস্পতিবার (৯ অক্টোবর) দুপুরে মৌলভীবাজার জেলা পুলিশের পক্ষ থেকে পুলিশ সুপার এমকেএইচ জাহাঙ্গীর হোসেন নবাগত সার্কেল এএসপিকে ফুল দিয়ে স্বাগত জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসিফ মহিউদ্দীন, শ্রীমঙ্গল সার্কেলের বিদায়ী সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান।
বলে রাখা ভাল, মো. ওয়াহিদুজ্জামান রাজু বিসিএস পুলিশ ক্যাডারের ৩৮তম ব্যাচের একজন কর্মকর্তা। এর পূর্বে তিনি ইন্ডাস্ট্রিয়াল পুলিশে সহকারী পুলিশ সুপার হিসেবে কর্মরত ছিলেন।
কেকে/ এমএ