বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫,
১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২৭ নভেম্বর ২০২৫
শিরোনাম: বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা      ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব      ধর্মের অপব্যাখ্যা করে বিশৃঙ্খলা তৈরির সুযোগ দেয়া হবে না : ধর্ম উপদেষ্টা      ডেঙ্গুতে মৃত্যু আরও সাত, হাসপাতালে ভর্তি ৫৬৭      ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প      দুদকের সব কর্মকর্তাকে বাধ্যতামূলক সম্পত্তির হিসাব দিতে হবে      প্রাথমিক শিক্ষকদের লাগাতার কর্মবিরতি      
প্রিয় ক্যাম্পাস
প্রথমবারের মতো টাইমস হায়ার এডুকেশন র‍্যাঙ্কিংয়ে স্থান পেল মাভাবিপ্রবি
মাভাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ১২:৫৮ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা মূল্যায়ন সংস্থা টাইমস হায়ার এডুকেশন (Times Higher Education - THE) প্রকাশ করেছে ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাঙ্কিং ২০২৬’। এ তালিকায় প্রথমবারের মতো স্থান করে নিয়েছে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (মাভাবিপ্রবি)।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) প্রকাশিত র‍্যাঙ্কিং অনুযায়ী, মাভাবিপ্রবি বিশ্ব তালিকায় ১২০১–১৫০০ অবস্থানে রয়েছে। পাশাপাশি দেশের বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১২তম স্থানে অবস্থান করেছে প্রতিষ্ঠানটি।

র‍্যাঙ্কিং তৈরিতে শিক্ষার মান, গবেষণার পরিবেশ, শিল্পখাতে সংযোগ এবং আন্তর্জাতিক উপস্থিতি—এই চারটি মানদণ্ডকে প্রাধান্য দেওয়া হয়েছে। এবারে বাংলাদেশের মোট ২৮টি বিশ্ববিদ্যালয় তালিকাভুক্ত হয়েছে, যার মধ্যে ১৯টি সরাসরি র‍্যাঙ্কিংয়ে এবং বাকি ৯টি রিপোর্টার ক্যাটাগরিতে স্থান পেয়েছে। দেশের তালিকার শীর্ষে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, নর্থ সাউথ ইউনিভার্সিটি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়।

এই সাফল্য প্রসঙ্গে বিশ্ববিদ্যালয়ের গবেষণা সেলের পরিচালক অধ্যাপক ড. মোস্তফা কামাল জানান, ‘আমাদের বিশ্ববিদ্যালয় প্রথমবারের মতো বিশ্বের অন্যতম স্বনামধন্য উচ্চশিক্ষা মূল্যায়ন সংস্থা Times Higher Education (THE)-এর বিশ্ব র‍্যাংকিংয়ে স্থান অর্জন করেছে—যা বাংলাদেশের উচ্চশিক্ষা ইতিহাসে এক গৌরবময় মাইলফলক।

এই অর্জন বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষক, গবেষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীর নিষ্ঠা, মেধা, গবেষণায় মনোনিবেশ এবং সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের নিরলস পরিশ্রম ও একাগ্রতার ফলেই আজ মাভাবিপ্রবি বাংলাদেশের সীমা অতিক্রম করে আন্তর্জাতিক অঙ্গনে নিজের অবস্থান সুদৃঢ়ভাবে প্রতিষ্ঠা করেছে।

এটি শুধুমাত্র একটি সংখ্যা নয়—এটি মাভাবিপ্রবি’র শিক্ষার মান, গবেষণার গভীরতা ও আন্তর্জাতিক মানদণ্ডে নিজেদের প্রমাণ করার এক অনন্য স্বীকৃতি। এই অর্জন প্রমাণ করে, দৃঢ় নেতৃত্ব, স্বচ্ছ প্রশাসন, সৃজনশীল চিন্তা ও অবিচল প্রচেষ্টা থাকলে যেকোনো প্রতিষ্ঠান বৈশ্বিক মানদণ্ডে স্থান করে নিতে সক্ষম।

বিশ্ববিদ্যালয়ের এই ঐতিহাসিক অর্জন বাংলাদেশের উচ্চশিক্ষা ও গবেষণার অগ্রযাত্রায় এক নতুন দিগন্ত উন্মোচন করেছে। এটি দেশের তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে জ্ঞান, উদ্ভাবন ও প্রযুক্তি গবেষণার নতুন দিগন্তে পৌঁছাতে।

আমি বিশ্বাস করি, এ সাফল্য হবে আরো বৃহত্তর অর্জনের সোপান—যার ধারাবাহিকতায় মাভাবিপ্রবি ভবিষ্যতে একটি বিশ্বমানের গবেষণা ও উদ্ভাবনকেন্দ্র হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করবে।

উল্লেখ্য, এবারের সংস্করণে ১১৫ টি দেশের ২ হাজারের বেশি বিশ্ববিদ্যালয়কে নিয়ে করা হয়েছে এই তালিকা। শীর্ষে রয়েছে যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, যা টানা ১০ বছর ধরে প্রথম স্থান ধরে রেখেছে।

কেকে/ এমএস
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

সোনাইমুড়িতে পানির পাম্প চুরির করতে গিয়ে কিশোর নিহত
বন বিভাগে সুফল প্রকল্পে দুর্নীতি, দুর্নীতিবাজ কর্মকর্তার দাম্ভিকতা
ফসলের ন্যায্য মূল্য ছাড়া টেকসই কৃষি সম্ভব নয় : কৃষি সচিব
চুয়াডাঙ্গায় বীজ বিক্রিতে অনিয়মের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা
শ্রীপুরে ইভটিজিং ইস্যুকে কেন্দ্র করে স্কুলছাত্রের ছুরিকাঘাত, আহত ৬

সর্বাধিক পঠিত

ইয়ুথ ফোরামের নবনির্বাচিত কমিটিকে ব্যারিস্টার খোকনের বরণ
পাটগ্রাম উপজেলায় সীমান্ত সুরক্ষা জোরদারে 'চতুরবাড়ী বিওপি'র যাত্রা
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প
নাগেশ্বরীতে ১০ টাকার স্বাস্থ্য সেবা চালু
দুই ট্রলারসহ সেন্টমার্টিনে ১২ জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি

প্রিয় ক্যাম্পাস- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close