নওগাঁর পোরশা উপজেলার আল-জামিয়া-আল আরাবিয়া দারুল হিদায়াহ (পোরশা বড় মাদ্রাসা) মাদ্রাসায় ডায়রিয়ায় আক্রান্ত হয়েছেন অন্তত ৬০ জন শিক্ষার্থী। তাদের মধ্যে ১২ জনকে গুরুতর অসুস্থ অবস্থায় বিভিন্ন হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকিদের পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
চিকিৎসকরা ধারণা করছেন, খাবারে জীবাণু থাকার কারণে এমন ঘটনা ঘটতে পারে। আক্রান্তের সংখ্যা আরও বাড়তে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
ঘটনার পর বুধবার (৮ অক্টোবর) দুপুরে মাদ্রাসা ১০ দিনের ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
জানা গেছে, মঙ্গলবার ভোরে ৩ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ হন। দুপুরে আরও ২৮ জন, বিকালে ১২ জন এবং বুধবার ১৭ জন অসুস্থ হয়ে পড়ে। পর্যায়ক্রমে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা মুফতি মো. মোস্তাফিজুর রহমান বলেন, আমাদের মাদ্রাসায় প্রায় ১৬০০শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী প্রায় ১০০জন। সকলেই আমরা মাদ্রাসার খাবার খাই। কিন্তু কি কারনে এই ৬০ জন শিক্ষার্থী হঠাৎ অসুস্থ্য হয়ে পড়লো বিষয়টি আমরা বুঝতে পারছি না। এ ঘটনায় বুধবার দুপুরে মাদ্রাসা ১০ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।
ঘটনার পরপরই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম হাসপাতালে ছুটে যান এবং অসুস্থ শিক্ষার্থীদের খোঁজখবর নেন। অন্যদিকে, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. নাজির আহম্মেদ মাদ্রাসা পরিদর্শন করেন।
কেকে/ আরআই