মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার পাচগাও ইউনিয়নের দশত্তর-ঝিনাইসার যাতায়াতের প্রায় ১ কিলোমিটার কাচা রাস্তা সংস্কারের দাবীতে মানববন্ধন করেছে এলাকাবাসী।
মুন্সীগঞ্জের এলাকাবাসী বুধবার (৮অক্টোবর) দুপুর ১২টায় ঝিনাইসার আল আকসা জামে মসজিদের সংলগ্ন রাস্তায় এ মানববন্ধন করে। মানববন্ধনে প্রায় ২ শতাধিক গ্রামবাসী অংশ নেয়।
মানববন্ধনকারীরা জানান, ২০১৪ সালে রাস্তাটি নির্মাণ করা হয়। প্রায় ১১ বছর অতিবাহিত হলো এখনো রাস্তাটি সংস্কারের উদ্যোগ নেয়নি। ঝিনাইসার গ্রামে কোনো শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় প্রতিদিন এই রাস্তাটি দিয়ে শিক্ষার্থীরা পাচগাও স্কুলে যায় এবং দৈনন্দিন কাজের জন্য গ্রামের মানুষের বাজারে যেতে হয়। রাস্তাটি মাটির সামান্য বৃষ্টি হলেই কর্দমাক্ত হয়ে যায়। যার কারনে এই রাস্তাটি দিয়ে যাতায়াত করা অসম্ভব। জরুরি চিকিৎসা সেবার জন্য এম্বুলেন্স আনা যায়না।
মানববন্ধনকারীরা অবিলম্বে জনগুরুত্বপূর্ণ এই সড়ক সংস্কারের জোর দাবি জানান।
পাচগাও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু সিদ্দিক বেপারি বলেন, আমি খোঁজ নিয়ে জেনেছি রাস্তাটির করুন অবস্থা। রাস্তাটির সংস্কারের জন্য ইউএনও স্যারকে জানাবো।
কেকে/বি