নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) জেলার কলমাকান্দা উপজেলার সীমান্ত এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে আমদানী নিষিদ্ধ ২০ বোতল ভারতীয় মদসহ ৩ মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
নেত্রকোনা ব্যাটালিয়ন (৩১ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল এএসএম কামরুজ্জামান মঙ্গলবার (৭ অক্টোবর) রাত সোয়া ৯টার দিকে সাংবাদিকদের কাছে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলমাকান্দা উপজেলার লেংগুড়া বিওপির একটি টহল টিম মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ১১টা ১৫ মিনিটে দিকে লেংগুড়া বাসস্ট্যান্ড এলাকায় ঢাকাগামী ইউনাইটেড প্লাস নামক একটি বাসে তল্লাশি করে ২০ বোতল ভারতীয় মদ জব্দ করে। এ সময় মাদক পাচারে জড়িত থাকার দায়ে ৩ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
আটককৃত মাদক ব্যবসায়ীরা হচ্ছে, কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের বরুয়াকোনা রাজাবাড়ী গ্রামের নুর আলম (১৮), সবুজ মিয়া (২২) ও ইব্রাহিম মিয়া (২২)।
বিকালে জব্দকৃত মদসহ আটককৃত ৩ যুবককে কলমাকান্দা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কেকে/বি