নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলীর স্ত্রী-পুত্রসহ ৬ সহযোগীকে গ্রেফতার করেছে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্রান্ডের মোবাইল ফোন, খেলনা পিস্তল, ড্রাইভিং লাইসেন্স ও ৪টি সাবল উদ্ধার করা হয়।
সোমবার (৬ অক্টোবর) সকালে গাজীপুরের চান্দুরা বড়বাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- সাহেব আলীর পুত্র সজীব, স্ত্রী কল্পনা বেগম, শ্যালক শামীম মিয়া, হাফিজ শেখ, আমিনুল ইসলাম ও আকবর। তারা সবাই সিদ্ধিরগঞ্জের আঁটি ওয়াপদা কলোনী এলাকার বাসিন্দা।
র্যাব জানায়, সিদ্ধিরগঞ্জের শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী, যার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, সন্ত্রাসী, চাঁদাবাজি, অস্ত্রসহ অন্তত এক ডজন মামলা রয়েছে। শীর্ষ সন্ত্রাসী সাহেব আলী ওয়াপদা কলোনি বউবাজার এলাকার মৃত গিয়াস উদ্দিনের ছেলে। কয়েকদিন আগে সাহেব আলীকে গ্রেফতারের জন্য আটি ওয়াপদা কলোনীর বউ বাজারে র্যাবের অভিযান চালানো হয়। কিন্তু সাহেব আলী র্যাবের উপস্থিতি টের পেয়ে লোকজনকে দ্রুত দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে র্যাবের ওপর অতর্কিতভাবে আক্রমণ করে পালিয়ে যায়। ওই সময় র্যাবের কয়েকজন সদস্য আহত হয়।
কেকে/ আরআই