ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় স্বাস্থ্য সহকারীদের দাবি-দাওয়া বাস্তবায়নের লক্ষ্যে অনির্দিষ্টকালের কর্মবিরতি শুরু হয়েছে।
সোমবার (৬ অক্টোবর) সকাল থেকে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের উদ্যোগে এ কর্মসূচি শুরু হয়।
অ্যাসোসিয়েশনের নবীনগর উপজেলা শাখার সভাপতি রকিব উদ্দিন খানের সভাপতিত্বে কর্মসূচিতে বক্তব্য দেন সাইফুল ইসলাম ফরহাদ, ফারজানা সুমী, মানসুরা মালা প্রমুখ।
বক্তারা বলেন, “সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীন তৃণমূল পর্যায়ে কর্মরত স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শক ও স্বাস্থ্য পরিদর্শকদের ন্যায্য দাবিসমূহ দীর্ঘদিন ধরে উপেক্ষিত হয়ে আসছে। তাই বাধ্য হয়ে আমরা কর্মবিরতিতে গিয়েছি।”
তাদের ৬ দাবির মধ্যে রয়েছে— নিয়োগবিধি সংশোধন, শিক্ষাগ যোগ্যতা অনুযায়ী সনদ/সমমান সংযোজন, ১৪তম গ্রেড প্রদান, ইন-সার্ভিস ডিপ্লোমা প্রশিক্ষণের মাধ্যমে ১১তম গ্রেডে উন্নীতকরণ, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং ধারাবাহিক পদোন্নতির মাধ্যমে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদান।
দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তারা ইপিআই (সব প্রকার টিকাদান কার্যক্রম), আসন্ন টাইফয়েড ক্যাম্পেইনসহ সব ধরনের স্বাস্থ্যসেবা কার্যক্রম বর্জন করার ঘোষণা দেন।
কেকে/ এমএ