চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ভুজপুরে মো. কামরুল হাসান কাউসার নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (৬ অক্টোবর) সকালে উপজেলার নারায়ণহাট ইউনিয়নের ইদিলপুর এলাকার নিজ বসতঘর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত কামরুল ওই এলাকার পন্ডিত বাড়ির প্রবাসী কামাল ভূঁইয়ার ছেলে।
নিহতের মা হামিদা বেগম জানান, ‘ছেলে কামরুল প্রায়ই নেশাজাতীয় দ্রব্য সেবন করতো এবং এলাকার দুষ্ট লোকজনের সাথে তার আর্থিক লেনদেন ছিল। এসব বিষয়ে বিরোধের জেরে সে রোববার পার্শ্ববর্তী মির্জারহাটে মারধরের শিকার হন। সকালে ঘুম থেকে উঠে বিছানায় তার নিথর দেহে রক্তে রঞ্জিত কাটা-ছেঁড়া ও অগোছালো অবস্থায় দেখে স্বজন ও পুলিশকে খবর দেওয়া হয়।’
তবে মৃত্যুর এই ঘটনাকে রহস্যজনক বলে দাবি করছেন স্থানীয়রা। তাদের দাবি, আর্থিক লেনদের খপ্পরে পড়ে তিনি মারাত্মক হামলার শিকার হন। পরে জখমের আঘাতে তার মৃত্যু হতে পারে। বাসিন্দারা থানা পুলিশকে বিষয়টি অধিকতর খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
এদিকে ঘটনাটিকে নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হলে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের মা হামিদা বেগমকে থানায় নিয়ে যায়।
ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুবুল আলম জানান, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার পরবর্তী ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। স্থানীয়দের দাবির বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত প্রক্রিয়া শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ আরআই