বাংলাদেশ স্বাস্থ্য বিভাগীয় পরিদর্শক সমিতি ঘোষিত ৬ দফা দাবির প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এবং যুগপৎ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে মাগুরার শালিখায় কর্মবিরতি পালন করেছেন উপজেলা হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের সদস্যরা।
রোববার (৫ অক্টোবর) বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন মাগুরা জেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এই কর্মবিরতি ও প্রতিবাদসভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশনের জেলা শাখার সভাপতি নজরুল ইসলাম বলেন, নিয়োগ বিধি সংশোধন, বেতন বৈষম্য নিরশন করে স্বাস্থ্য সহকারীদের ১৪ তম, সহকারী স্বাস্থ্য পরিদর্শকদের ১৩ তম এবং স্বাস্থ্য পরিদর্শকদের ১২ তম গ্রেড প্রদান, শিক্ষাগত যোগ্যতা স্নাতক (সম্মান), ইনসার্ভিস ট্রেনিং এর মাধ্যমে স্বাস্থ্য সহকারীদের ১১ তম গ্রেড প্রদান, টেকনিক্যাল পদমর্যাদা প্রদান এবং পদোন্নতির ক্ষেত্রে ধারাবাহিকভাবে পরবর্তী উচ্চতর গ্রেড প্রদানসহ অনতিবিলম্বে সরকার বা আমাদের অধিদপ্তর যদি আমাদের দাবিগুলো মেনে না নেন বা আমাদের কাউকে শোকজ, চাকুরীচুত অথবা কারো কোনো ক্ষতি করে তাহলে আমরা আমাদের আন্দোলনকে আরও বেগবান করব পাশাপাশি সেই কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিব।
এ সময় বাংলাদেশ হেলথ অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন শালিখা উপজেলা শাখার সভাপতি তৌফিকুর রহমান, সাধারণ সম্পাদক তারক বিশ্বাস, স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারী, সহকারী স্বাস্থ্য পরিদর্শকসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
কেকে/ আরআই