চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুরে দুই গ্রুপের মধ্যে সংগঠিত সংঘর্ষের সংবাদ সংগ্রহকালে এখন টেলিভিশনের চট্টগ্রাম ব্যুরো প্রধান হোসাইন জিয়াদ এবং ক্যামেরা জার্নালিস্ট পারভেজ রহমানের ওপর সন্ত্রাসী হামলা হয়েছে। এ সময় ক্যামেরা ভাংচুর, মোবাইল ও মানিব্যাগ লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা।
রোববার (৫ অক্টোবর) সকালে সলিমপুরের লোহারপুল এলাকায় এ ঘটনা ঘটে।
হোসাইন জিয়াদ জানান, সকালে সংবাদ সংগ্রহ করতে গেলে আমাদের উপর অতর্কিত হামলা করে। আমাদের গুরুতর জখম করে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়।
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে দায়িত্বরত জেলা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আলাউদ্দীন তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘সলিমপুর থেকে আহত অবস্থায় ২ সাংবাদিককে হাসপাতালে আনা হয়েছে। মাথায় আঘাত থাকায় সাংবাদিক হোসাইন জিয়াদ ২৮ নম্বর নিউরোসার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন।’
এদিকে, পেশাদার এই সংবাদকর্মীদের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারী সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবি জানিয়েছে সীতাকুণ্ড প্রেস ক্লাবের আহ্বায়ক জহিরুল ইসলাম ও বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।
সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে চিটাগাং টেলিভিশন রিপোর্টার্স নেটওয়ার্ক। এতে নেতৃত্ব দেন জ্যেষ্ঠ সাংবাদিক আরিস আহমেদ শাহ।
প্রসঙ্গত, শনিবার (৪ অক্টোবর) ভোররাতে আলিনগর এলাকায় ইয়াছিন ও রোকন-গফুর বাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। এতে গুলিবিদ্ধ হয়ে রোকন বাহিনীর এক সদস্য নিহত হন। তবে নিহতের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।
কেকে/ এমএ