কলাপাড়ায় নিষেধাজ্ঞা অমান্য করায় তিন জেলেকে জরিমানা
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:৫৪ পিএম

ছবি: প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদীতে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের চেষ্টা করায় তিন জেলেকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রোববার (৫ অক্টোবর) দুপুরে মৎস্য সুরক্ষা আইন ১৯৫০ ধারায় তাদের প্রত্যেককে ২ হাজার টাকা করে ৬ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ।
তিন জেলে হলেন সোহরাব হোসেন (৬০), জামাল খান (৫৫) ও জসিম প্যাদা (৩০)।
এর আগে শনিবার (৪ অক্টোবর) রাত একটার দিকে উপজেলার বালিয়াতলী এলাকা সংলগ্ন আন্দারমানিক নদী থেকে মা ইলিশ রক্ষার অভিযানের সময় তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১ হাজার মিটার জাল উদ্ধার করে মৎস্য বিভিাগ। আটককৃত জেলেদের বাড়ি উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের বিভিন্ন গ্রামে।
অভিযানে কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা ও পায়রা বন্দর নৌ-পুলিশের এসআই কামরুজ্জামান উপস্থিত ছিলেন।
অপু সাহা বলেন, ‘মা ইলিশ রক্ষায় ২২ দিন অবরোধ সফল করতে আমাদের অভিযান চলবে। এ সময় কেউ নদী ও সাগরে মাছ শিকার করলে তার বিরুদ্ধে আরো কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
কেকে/ এমএ