গাজীপুর জেলায় প্রায় ১৩ লাখ শিশু ও কিশোর-কিশোরীকে টাইফয়েড টিকা দেওয়া হবে। আগামী ১২ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত ক্যাম্পেইনে এ টিকা দেওয়া হবে।
রোববার (৫ অক্টোবর) দুপুরে জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সেমিনার কক্ষে অনুষ্ঠিত ‘শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক টাইফয়েড বিষয়ক কনসালটেশন কর্মশালায় এ তথ্য জানানো হয়।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ বাংলাদেশ’-এর সহযোগিতায় জেলা তথ্য অফিস ও গণযোগাযোগ অধিদপ্তর এই কর্মশালার আয়োজন করে।
কর্মশালায় গাজীপুর জেলা সিভিল সার্জন ডা. মো. মামুনুর রহমান জানান, ক্যাম্পেইনে জেলার ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী ১২ লাখ ৯৮ হাজারেরও বেশি শিশু ও কিশোর-কিশোরীকে টিকা দেওয়া হবে। এর মধ্যে জেলার পাঁচটি উপজেলা এলাকায় ১০ লাখ ৫৪ হাজার এবং গাজীপুর মহানগর এলাকায় ২ লাখ ৪৪ হাজার শিশু ও কিশোর-কিশোরী এই টিকার আওতায় আসবে।
সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত জেলার ২ হাজার ৪৩৪টি টিকাদান কেন্দ্রে এই কার্যক্রম পরিচালিত হবে। টিকা গ্রহণের আগে রেজিস্ট্রেশন করতে হবে। যাদের জন্ম নিবন্ধন নেই, তারা নির্ধারিত ফরম পূরণ করেও টিকা নিতে পারবে।
জেলা তথ্য কর্মকর্তা শামীমা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের মহাপরিচালক ফায়জুল হক।
অনুষ্ঠানে বক্তব্য দেন গণযোগাযোগ অধিদপ্তরের উপপরিচালক তারিক মোহাম্মদ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) অতিরিক্ত উপ কমিশনার ইয়াসমিন সাইকা পাশা, ইসলামী ফাউন্ডেশন গাজীপুরের উপপরিচালক মোহাম্মদ মাহবুবুল আলম, গাজীপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি মুজিবুর রহমান, সাংবাদিক ইকবাল আহমেদ সরকার ও ফারদিন ফেরদৌস।
কর্মশালায় বক্তারা বলেন, ‘শিশু ও কিশোরদের টাইফয়েড প্রতিরোধে এই টিকাদান কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফলভাবে বাস্তবায়নের মাধ্যমে শিশুস্বাস্থ্য সুরক্ষায় গাজীপুর একটি মডেল জেলা হিসেবে গড়ে উঠবে।’
কেকে/ এমএ