টেকনাফের হোয়াইক্যংয়ে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:২৭ পিএম

ছবি: প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফ উপজেলায় পুকুরের পানিতে ডুবে মো. রাইয়ান (৬) নামে শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (৪ অক্টোবর) দুপুর উপজেলার হোয়াইক্যং নয়াবাজার এলাকায় নিজ বসত ঘরের পুকুরে এই ঘটনা ঘটে।
রাইয়ান হোয়াইক্যং নয়াবাজার পূর্ব সাতঘরিয়া পাড়া বাসিন্দা গিয়াস উদ্দিনের দ্বিতীয় পুত্র।
জানা যায়, রাইয়ান দুপুরে খেলাধুলার একপর্যায়ে পরিবারের অগোচরে নিজ বাড়ির পুকুরে পড়ে যায়। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে তাকে পানির নিচ থেকে উদ্ধার করে দ্রুত স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শিশু রাইয়ানের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কেকে/ এমএ