সোমবার, ১৩ অক্টোবর ২০২৫,
২৮ আশ্বিন ১৪৩২
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ অক্টোবর ২০২৫
শিরোনাম: ১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার      জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ      রোমে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা      ২০০ তালেবান সৈন্যকে হত্যার দাবি পাকিস্তানের      বাতিল হওয়ার শঙ্কায় বিশ্বজয়ী আর্জেন্টিনার ভারত সফর      বিচারব্যবস্থাকে ব্যবহার করে দেশে স্বৈরশাসন পাকাপোক্ত হয়েছিল      প্রেসক্লাবে শিক্ষকদের ছত্রভঙ্গে সাউন্ড গ্রেনেড-লাঠিচার্জ      
দেশজুড়ে
রাজশাহীতে উন্নয়নের নামে কাটা পড়ছে হাজার হাজার গাছ
রাজশাহী প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৭:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

একসময় ‘সবুজ নগরী’ হিসেবে পরিচিত রাজশাহী এখন তার পরিবেশগত পরিচয়ের এক কঠিন সংকটের মুখোমুখি। তথাকথিত উন্নয়নের জোয়ারে তিনটি বড় প্রকল্পের জন্য প্রায় ২ হাজার ৩২৩টি গাছ কাটার পরিকল্পনা নেওয়া হয়েছে। যা পরিবেশবিদ ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। ইতোমধ্যেই একটি প্রকল্পের অধীনে ৪১৮টি গাছ কাটা শুরু হয়েছে। বাকি প্রকল্পগুলির জন্য দ্রুত আরও গাছ কাটা হবে বলে জানা গেছে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে নতুন ক্যাম্পাস স্থাপনের জন্য কর্তৃপক্ষ একাই ১ হাজার ৮৫৩টি গাছ কাটতে চায়, যা মোট পরিকল্পিত গাছ কাটার সিংহভাগ। এ ছাড়া রাজশাহী ওয়াসা পানি সরবরাহ ও পয়োনিষ্কাশন প্রকল্পের আওতায় নতুন পাইপলাইন বসানোর জন্য সড়ক বিভাগের জমিতে থাকা ৪১৮টি গাছ কাটা হচ্ছে। একই সঙ্গে সার্কিট হাউস সম্প্রসারণ প্রকল্পে ৫২টি গাছ কাটার উদ্যোগ নেওয়া হয়েছে। এই গাছগুলো মাত্র ১ লাখ ৫৩ হাজার টাকায় নিলামে বিক্রি করা হয়েছে, যা নিয়ে পরিবেশকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে।

গণপূর্ত বিভাগ সার্কিট হাউসে একটি ছয়তলা ভবন, একটি চারতলা ব্যারাক এবং একটি একতলা কিচেন নির্মাণের পরিকল্পনা করেছে। এই নির্মাণ কাজের জন্য ৫২টি গাছ কাটার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিবেশবাদী সংগঠনগুলো এই গাছগুলো না কাটার জন্য অনুরোধ জানালেও এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।

অন্যদিকে, রাজশাহী ওয়াসা ৪ হাজার ৬২ কোটি টাকার পানি শোধনাগার প্রকল্প বাস্তবায়ন করছে। এই প্রকল্পের আওতায় পদ্মা নদী থেকে রাজশাহী নগরে পানি আনার জন্য ২৬ কিলোমিটার পাইপলাইন বসানো হচ্ছে। এর ফলে সওজের কাশিয়াডাঙ্গা থেকে নতুন কসবা হয়ে মহাসড়কের পাশে থাকা কড়ই, মেহগনি, আকাশমণি প্রজাতির অন্তত ৩০৬টি গাছ কেটে ফেলা হচ্ছে। একসময় সবুজে ঢাকা প্রায় তিন কিলোমিটার মহাসড়ক এখন গাছশূন্য হয়ে পড়ছে।

একই প্রকল্পের জন্য গোদাগাড়ীর রাজাবাড়ী এলাকায় ১১২টি গাছ নিলামের আগেই কেটে ফেলা হয়েছে। সওজ এই গাছগুলিও একসঙ্গে নিলামে বিক্রি করেছে। মোট ১৪ লাখ ৬৪ হাজার টাকায় ৪১৮টি গাছ বিক্রি করা হয়েছে, যার মধ্যে এখনো অন্তত ৮৪টি গাছ কাটার কাজ চলছে।

গবেষণা অনুযায়ী, গত তিন দশকে রাজশাহীতে সবুজ আচ্ছাদন কমেছে ২৬ শতাংশ এবং ভূমির পৃষ্ঠতল তাপমাত্রা বেড়েছে প্রায় ৩ ডিগ্রি সেলসিয়াস। এই পরিসংখ্যানগুলি উদ্বেগজনক, কারণ আরও গাছ হারালে রাজশাহীর ভবিষ্যৎ আরও উষ্ণ ও অস্থির হয়ে উঠবে।

পরিবেশবাদী সংগঠনগুলো ইতিমধ্যেই এই গাছ কাটার প্রতিবাদে রাস্তায় নেমেছে। আইনি পদক্ষেপ নিচ্ছে এবং কর্তৃপক্ষকে এ বিষয়ে সতর্ক করছে। তারা বলছে, সত্যিকারের উন্নয়ন মানে শুধু ভবন বা অবকাঠামো নির্মাণ নয়, বরং মানুষের জীবনকে টেকসই করা। রাজশাহীকে তার মানুষ, তার ইতিহাস এবং তার ভবিষ্যতের জন্য সবুজ রাখা অত্যন্ত জরুরি।

রাজশাহীর এই পুরোনো গাছ কেটে উন্নয়ন মহোৎসব কি শেষ পর্যন্ত সবুজ ঐতিহ্যকে ধ্বংস করে ফেলবে? এমন প্রশ্ন এখন শহরজুড়ে।

কেকে/ আরআই
আরও সংবাদ   বিষয়:  রাজশাহী   উন্নয়ন   গাছ  
মতামত লিখুন:

সর্বশেষ সংবাদ

ট্রাক ভাড়া করে ঘুরে ঘুরে ডাকাতি করত তারা
শিশু বলাৎকার ও হত্যার অভিযোগে কিশোর গ্রেফতার
১১ দিনে রেমিট্যান্স এলো প্রায় এক বিলিয়ন ডলার
মুরাদনগরের ওসি জাহিদুরের বিরুদ্ধে পক্ষপাতিত্বসহ নানা অভিযোগ, অপসারণ দাবি
জিয়া পরিবার জনগণের পরিবার : আমান উল্লাহ

সর্বাধিক পঠিত

আসছে নাটক ‘অপ্রকাশিত ভালোবাসা’
চিকিৎসক ও জনবল সংকটে ব্যাহত হচ্ছে স্বাস্থ্য সেবা
রাজশাহীতে বিশ্ব পরিযায়ী পাখি দিবস পালিত
নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছে : তানভীর হুদা
মৌলভীবাজারে জামায়াত ও খেলাফত মজলিসের স্মারকলিপি

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close