পঞ্চগড়ের বোদায় ব্যাচ চ্যাম্পিয়নস লীগ সিজন-৪ নাইট ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (৩ অক্টোবর) রাতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিলরেজা ফেরদৌস চিন্ময়।
তিনি বলেন, যুবসমাজকে ফুটবলের মতো ক্রীড়া চর্চায় আগ্রহী করে তোলা এবং তাদের মাঝে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখাই এই টুর্নামেন্টের প্রধান লক্ষ্য। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও দলের জন্য শুভকামনা জানান।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির নেতা আবু বক্কর সিদ্দিক মহব্বত, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক অনু ও সাবেক কাউন্সিলর আরিফুর রহমান।
কেকে/ আরআই