সিরিজ জিততে বাংলাদেশের টার্গেট ১৪৮, জয়ের প্রত্যাশা প্রবাসীদের
আমিনুল হক খোকন, সংযুক্ত আরব আমিরাত
প্রকাশ: শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ১০:১৭ পিএম আপডেট: ০৩.১০.২০২৫ ১০:২১ পিএম

ছবি: প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। আফগানদের হারালে টি-২০ সিরিজ নিশ্চিত করবে বাংলাদেশ। তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটিতে হারিয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ।
শুক্রবার (৩ অক্টোবর) শারজাহ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ টি-২০ সিরিজের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হয় দুই দল। বাংলাদেশ দুই পরিবর্তন নিয়ে মাঠে নামে। তাসকিন আহমেদ ও তানজিম হাসান সাকিবের জায়গায় মোহাম্মদ সাইফুদ্দিন ও শরিফুল ইসলাম একাদশে ফেরেন।
টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক জাকের আলী। ২০ ওভার শেষে ১৪৭ রান করে রাশিদ খানের দল। টাইগাররা জয়ের জন্য ১৪৮ রানের টার্গেট ব্যাট করবে।
ব্যাট করতে নেমে দুর্দান্ত শুরু করে আফগানিস্তান। দুই ওপেনার সাদিকুল্লাহ আতাল ও ইব্রাহিম জাদরানের ৫৫ রানের ওপেনিং জুটি গড়ে তোলেন। ম্যাচের অষ্টম ওভারে রিশাদ হোসেনের বলে পারভেজ হোসাইনের হাতে ক্যাচ দিয়ে ১৯ বলে ২৩ রান করে সাজঘরে ফেরেন সাদিকুল্লাহ আতাল। অন্য ওপেনার ইব্রাহিম জাদরান ৩৭ বলে ৩৮ রান করে ১১তম ওভারে নাসুম আহমেদের বলে রিশাদ হোসাইনের তালুবন্ধি হয়ে সাজঘরের পথ ধরেন।
ম্যাচের ১২তম ওভারে দলীয় ৭২ রানে ও ৪ বলে ১ রান করে রিশাদ হোসেনের দ্বিতীয় শিকার হয়ে সাজঘরে ফেরেন ওয়াফিউল্লাহ তারাকিল। এরপর দলীয় ৯০ রানে নাসুম আহমেদের দ্বিতীয় শিকার হয়ে পারভেজ হোসেন ইমনের হাতে ক্যাচ দিয়ে ব্যাক্তিগত ৯ বলে ১২ বলে করে প্যাভিলিয়নে ফেরেন দারউইশ রাসুলী। দলীয় ১১৮ রানে শরিফুলের বলে স্টাম্প আউট হয়ে প্যাভিলিয়নের পথ ধরেন রহমতউল্লাহ গুরবাজ৷ ব্যাক্তিগত সংগ্রহ ২২ বলে ৩০ রান। শেষে রহমতউল্লাহ ওমরযাই ১৭ বলে ১৯ রান ও মোহাম্মদ নবীর ১২ বলে ২০ রানের ঝড়ো ব্যাটিংয়ে ১৪৭ রান করতে সক্ষম হয় আফগানিস্তান।
বাংলাদেশের পক্ষে পেসার শরিফুল ইসলাম ৪ ওভারে ১৩ রান দিয়ে ১ উইকেট নেন। এছাড়া রিশাদ ৪ ওভারে ৪৫ রান দিয়ে ২ উইকেট ও নাসুম আহমেদ ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট শিকার করেন।
মুস্তাফিজ ৪ ওভারে ৪০ রান, সাইফুদ্দিন ৪ ওভারে ২২ রান দিয়ে উইকেট শূন্য ছিলেন।
কেকে/ এমএ