মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন।
স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা পর্যটকদের নিজেদের গাড়ি বা ভাড়া করা পরিবহন এখন কমলগঞ্জ-শ্রীমঙ্গল সড়কের দুই পাশে পার্ক করতে হচ্ছে। এই অবস্থায় বহু পর্যটক ভোগান্তির মুখে পড়েছেন, কেউ কেউ পার্কিং না পাওয়ায় ফিরে গেছেন।
সম্প্রতি উদ্যানের প্রবেশদ্বারের পাশে ‘আই লাভ কমলগঞ্জ’ লেখা একটি ফলক স্থাপন করা হয়েছে, যা মূলত পর্যটকদের আকর্ষণ করার জন্য। তবে সেই স্থানে আগে গাড়ি পার্কিং করা হতো, যা এখন বন্ধ।
লাউয়াছড়া বন রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশে আপাতত গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে।’
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক জামিল মোহাম্মদ খান বলেন, ‘বিষয়টি নিয়ে পর্যটক সুবিধা ও উদ্যান সুরক্ষার সমন্বয় করে আলোচনা করা হচ্ছে।’
পর্যটকদের আশ্বস্ত করতে বন বিভাগ জানিয়েছে, উদ্যানের সুরক্ষা ও বন্যপ্রাণী সংরক্ষণ তাদের অগ্রাধিকার। তবে পর্যটকদের ভোগান্তি এড়াতে ব্যবস্থা নেওয়ার বিষয়ে কাজ চলছে।
কেকে/ এমএ