নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে এবার সোনাইমুড়ী উপজেলায় মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে। এ সময় ঢাকা-নোয়াখালী মহাসড়কে প্রায় এক ঘণ্টা ধরে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনকারীরা।
বৃহস্পতিবার (২ অক্টোবর) বেলা ১১টার দিকে টানা কয়েক ঘন্টা ব্যাপী নোয়াখালী বিভাগের দাবিতে প্রচন্ড বৃষ্টির ভিতর সোনাইমুড়ী বাইপাস চত্বরে এ কর্মসূচি পালন করা হয়।।
মানববন্ধনে নোয়াখালী বিভাগ বাস্তবায়ন কমিটির নেতৃবৃন্দ, সোনাইমুড়ী উপজেলার বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সাংবাদিক সংগঠন, বিএনপি ও জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, ‘বৃহত্তর নোয়াখালীর প্রায় এক কোটি মানুষের বসবাস। নোয়াখালী বিভাগ করার দীর্ঘদিনের এ দাবি সময়ের প্রয়োজনে এখন যৌক্তিক।’
মানববন্ধনে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদুল আলম, পৌর বিএনপির সদস্য সচিব রেজায় রাব্বি মাহবুব, উপজেলা জামায়াত নেতা শাহাবুদ্দিন।
মানববন্ধনের সময় আন্দোলনকারীরা ঢাকা-নোয়াখালী মহাসড়কের সোনাইমুড়ী বাইপাস চত্বরে আন্তঃজেলা বাসসহ যানবাহন বন্ধ করে দেয়। প্রায় এক কিলোমিটার যানজট সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন দূরপাল্লা যাত্রীরা।
কেকে/এমএ