লক্ষ্মীপুরের রায়পুরে জমি দখলকে কেন্দ্র করে ঘর ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।
বুধবার (১ অক্টোবর) বিকালে উপজেলার সোনাপুর ইউনিয়নের মেইলগেট এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ক্ষতিগ্রস্ত পরিবারকে দখল হওয়া ঘর বুঝিয়ে দেয় এবং নারীসহ তিনজনকে আটক করে।
মামলার সূত্রে জানা যায়, উপজেলার সোনাপুর ইউনিয়নের রাখালিয়া গ্রামের মেইলগেট এলাকায় দীর্ঘদিন ধরে নাজমুন্নাহার নাজমা ও একই এলাকার ফিরোজ আলমের মধ্যে ৩ শতাংশ জমি নিয়ে বিরোধ চলে আসছিল। বুধবার বিকালে ফিরোজ আলমের নেতৃত্বে ২০–২৫ জন লোক নাজমার বসতঘরে হামলা চালায়। এ সময় তারা ঘর ভাঙচুর করে এবং ঘরে থাকা মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। বাধা দিলে প্রতিপক্ষের লোকজন নাজমার দুই মেয়ে ও এক ছেলেকে পিটিয়ে আহত করে।
এ ঘটনায় রাতেই নাজমা বাদী হয়ে ফিরোজসহ ৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো ১০–১৫ জনকে আসামি করে রায়পুর থানায় মামলা দায়ের করেন।
ভুক্তভোগী নাজমা অভিযোগ করে বলেন, জমিটি আমার এবং আমার নাবালক দুই মেয়ের নামে রেজিস্ট্রি করা। আমার স্বামী ভুয়া দলিল করে জমি বিক্রি করেছে। এ নিয়ে মামলা চলমান। বুধবার ফিরোজ সন্ত্রাসী নিয়ে আমার ঘর ভেঙে ফেলে কয়েক লাখ টাকার মালামাল লুট করেছে।
অন্যদিকে ফিরোজ আলম দাবি করেন, নাজমার জামাইয়ের কাছ থেকে আমি জমিটি ক্রয় করেছি। তাদের দখল ছাড়তে বললেও না দেওয়ায় আমি আমার জমি বুঝে নিতে যাই। হামলা বা লুটপাটের ঘটনা সঠিক নয়।
রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দখল হওয়া ঘর উদ্ধার করে নাজমা আক্তারকে বুঝিয়ে দিয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের পর তিনজনকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।
কেকে/এআর