সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ভাগ্নে ও সাবেক এমপি শাহরিন ইসলাম চৌধুরী তুহিন বলেছেন, একটি দল শুধু নির্বাচনের জন্য তাদের দলের মনোগ্রাম পরিবর্তন করে মানুষকে ধোঁকা দিয়েছেন। এখন আবার তারা বেহেস্তের টিকিট বিক্রি করে মানুষের সাথে প্রতারনা করছেন।
বুধবার (১ অক্টোবর) ডোমার উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভায় প্রধান অথিতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এদিন দুপুর থেকেই তিনি কেতকিবাড়ীসহ বিভিন্ন ইউনিয়নে পথসভা করেন। এরপর তিনি উত্তর গোমনাতিতে পথসভা করেন এবং গোলাবাড়ীতে পথসভায় বক্তব্য রাখেন।
তিনি বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় ওই দলটি বাংলাদেশের বিপক্ষে অবস্থান করে পাক বাহিনীকে তথ্য দিয়ে হাজার হাজার মানুষকে হত্যা করে। তাই জামায়াতে ইসলামী থেকে সাবধান থাকতে হবে।’
আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে এলাকার উন্নয়নে অংশ নেবার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘জামায়াতে ইসলামী ধর্ম নিয়ে ব্যবসা করে। তারা ধর্মের দোহাই দিয়ে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে।’[
তুহিন বলেন, ‘বাংলাদেশে সব ধর্মের অবস্থান। তাই আমরা সকলেই বাংলাদেশী। উন্নয়নের জন্য বিএনপির বিকল্প নাই। ১৯৯৪ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ডোমারে আসার পর এলাকার সর্বত্র বিদ্যুৎ এসেছে। বিএনপি ক্ষমতায় আসলে এলাকায় কোন রাস্তা কাঁচা থাকবে না।’
এ সময় জেলা বিএনপির যুগ্ন আহবায়ক ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি মো. রেয়াজুল ইসলাম কালু, জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারন সম্পাদক মো. আখতারুজ্জামান সুমন উপস্থিত ছিলেন।
পরে তিনি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং হিন্দু ধর্মালম্বীদের সাথে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন।
কেকে/ আরআই