শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। নবমী পূজার এদিনে দেবীকে প্রাণভরে দেখবে ভক্তকুল।
আগামীকাল বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীতে ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দুর্গতিনাশিনী এবং এরই মধ্য দিয়ে দুর্গোৎসবের সমাপ্তি হবে।
দুর্গোৎসবের মহানবমীতে আজ বুধবার (১ অক্টোবর) ফরিদপুর জেলার বিভিন্ন পূজামণ্ডপে সকাল থেকেই দেবী দুর্গার প্রতি ভক্তদের অঞ্জলি ও প্রার্থনার ধারা প্রবাহিত হয়েছে। জেলা- উপজেলার ১৫৯টি মণ্ডপগুলোতে সকাল থেকেই ভক্তরা উপস্থিত হয়ে দেবীর চরণে অঞ্জলি দেন।
আজ মহানবমীতে দেবী দুর্গার মহাস্নান, নবমী হোম ও বিশেষ যজ্ঞের আয়োজন রয়েছে। পূজার বিশেষ অনুষঙ্গে ১০৮টি নীলপদ্ম ও ১০৮টি বেল পাতা, ঘি দিয়ে দেবীর কাছে আহুতি দেওয়া হয়।
সন্ধিপূজার মধ্য দিয়ে অষ্টমীর শেষ ২৪ মিনিট ও নবমীর প্রথম ২৪ মিনিটে অনুষ্ঠিত হয় মহাআরতি।
সনাতন ধর্মাবলম্বীরা আজ দেবীর প্রতি নিবেদন ও প্রার্থনার মাধ্যমে অশুভ শক্তি বিনাশ ও ন্যায় প্রতিষ্ঠার কামনা করছেন। মহাষ্টমী ও কুমারী পূজার পর এখন দেশের পূজামণ্ডপে নবমীর আরাধনা শুরু হয়েছে।
আগামীকাল বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মাধ্যমে শেষ হবে এবারের শারদীয় দুর্গোৎসব। তখন দেবী দুর্গা কৈলাশে (স্বামীর বাড়ি) ফিরে যাবেন এবং ভক্তরা তাঁকে বিদায় জানাবেন।
কেকে/বি