চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায়, আগাম শীতকালীন সবজির আবাদ ও বসতবাড়িতে সবজি উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সবজি বীজ ও রাসায়নিক সার বিতরণ শুরু হয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে উপজেলা পরিষদ চত্বরে এই কার্যক্রমের আয়োজন করে উপজেলা প্রশাসন ও কৃষি অধিদপ্তর।
কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কামাল হোসেন। এ সময় উপজেলা কৃষি অফিসার সলেহ্ আকরাম, কৃষ সম্প্রসারণ অফিসার আব্দুন নূর, বিআরডিবি কর্মকর্তা হারুন-অর-রশিদ, সহকারী প্রোগ্রামার (আইসিটি) সোহেল রানা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা রাকিবুল ইসলামসহ কৃষি দপ্তরের অন্য কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সলেহ্ আকরাম জানান, এবারের চলতি মৌসুমে বসতবাড়ীতে চাষাবাদের জন্য পুরুষ ও মহিলা মিলে ২২০ জন কৃষককে ৭ প্রকার সবজি বীজ ও ৪০৫ জন কৃষককে বেগুন, লাউ, মিষ্টি কুমড়া ও শসা মিলে জনপ্রতি ২০ শতক জমিতে চাষাবাদের জন্য প্রদর্শনীতে পাঁচ প্রকার সবজির বীজ ও ১০ কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি (রাসায়নিক) সার দেওয়া হয়। উপজেলার ৬২৫ জন কৃষক এই সুবিধার আওতায় তালিকাভুক্ত রয়েছে।
কেকে/এমএ