দেশের মানুষ গত তিনটি জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারেনি। আগামী ফেব্রুয়ারির নির্বাচনে জনগণ ভোট দেওয়ার জন্য উন্মুখ হয়ে আছে, বিশেষ করে ধানের শীষে ভোট দেওয়ার জন্য— এমন মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে হাতিয়ার ওছখালি বাজারে নবগঠিত ছাত্রদলের নেতাকর্মীদের শুভেচ্ছা জানিয়ে আনন্দ র্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, হাতিয়াকে ধানের শীষের দূর্গে পরিণত করতে হবে। ছাত্রদলের নেতাকর্মীরা ঘরে ঘরে গিয়ে ধানের শীষে ভোট চাইবেন।
মাহবুবের রহমান শামীম আরও বলেন, ১৯৯১ সালে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বিজয়ী হয়েছিলেন। ওই নির্বাচনে সবচেয়ে বড় অবদান ছিল ছাত্রদলের। জুলাইয়ের গণঅভ্যুত্থানে প্রথম সারিতে থেকে নেতৃত্ব দিয়েছিল ছাত্রদল। সেই আন্দোলনে ১৪২ জন ছাত্রদল নেতা-কর্মী শহীদ হয়েছিলেন। তাদের অবদান দেশ কোনোদিন ভুলবে না।
তিনি অভিযোগ করে বলেন, এত সুন্দর হাতিয়ার যাতায়াত ব্যবস্থা আজও উন্নত হয়নি। অতীতে এই জনপদ ছিল সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজদের দখলে। আগামীতে এ জনপদে আর তাদের ঠাঁই হবে না। এখানে কেউ সংখ্যালঘু কিংবা সংখ্যাগুরু নয়, আমাদের পরিচয় আমরা বাংলাদেশি। বিএনপি ক্ষমতায় এলে হাতিয়ার যাতায়াত, নদীভাঙন রোধ ও পর্যটনসহ সব সমস্যার সমাধান করা হবে।
র্যালি ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলাউদ্দিন রনি, এ কে এম ফজলুল হক খোকন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল হায়দার চৌধুরী সাজ্জাদ, লুৎফুল্লাহিল মাজিদ নিশান, পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি প্রফেসর মোকাররম বিল্লাহ সাহাদাত, উপজেলা ছাত্রদলের আহবায়ক রিয়াজ মাহমুদ, সদস্য সচিব আব্দুল হালিম, যুগ্ম আহবায়ক আইয়ুব চৌধুরী, পৌরসভা ছাত্রদলের আহবায়ক শরিফুল ইসলাম দুখু, সদস্য সচিব ফরাদ হোসেনসহ বিএনপির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
কেকে/ আরআই