জামালপুর জেলার দেওয়ানগঞ্জ উপজেলায় সন্দেহজনক আচরণ দেখে এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসা করে ভারতীয় পরিচয় জেনে পুলিশের কাছে তুলে দিয়েছেন স্থানীরা।
সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভারতীয় বর্ডার বাঘারচরে এ ঘটনা ঘটেছে।
স্থানীয় সূত্রের বরাতে পুলিশ জানায়, সকাল দিকে ওই ব্যক্তি কুড়িগ্রাম জেলার রাজিবপুর উপজেলার উপজেলা অংশে ঘুরতে ঘুরতে দেওয়ানগঞ্জের বাঘারচরে আসেন। একটু বাংলা আর একটু হিন্দিতে কথা বলা কৃষ্ণ রাওকে অপ্রকৃতিস্থ মনে হয়েছে।
পরিচয় জিজ্ঞেস করা হলে তিনি বলেন, তার নাম কৃষ্ণা রাও, পিতার নাম বিহারী রাও, মাতার নাম দেওকালী রাও।
ভারতের জলপাইগুড়ি জেলার হসপিটাল রোডের পিছনে পানাবস্তি তার বাড়ি বলে জানান কৃষ্ণ।
দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, ‘আটক কৃষ্ণকে অপ্রকৃতিস্থ মনে হয়েছে। বাঘারচর বিজিবি ক্যাম্পের মাধ্যমে বিএসএফের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বলা হয়েছে।’
কেকে/ এমএ