মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে নড়াইলে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
জেলা প্রশাসক সারমিন আক্তার জাহানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, জেলা মৎস্য কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, সিনিয়র সহকারী পরিচালক মো. জিল্লুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা (নড়াইল সদর) মো. আবু রায়হানসহ সাংবাদিক ও সুফলভোগী প্রতিনিধিরা।
আলোচনায় বক্তারা বলেন, প্রজনন মৌসুমে মা ইলিশ সুরক্ষিত রাখতে পারলে জাতীয় পর্যায়ে মাছের উৎপাদন আরও বাড়বে। এজন্য নদী ও জলাশয়ে মা ইলিশ ধরা সম্পূর্ণভাবে নিষিদ্ধ রাখতে হবে। একইসঙ্গে জেলেদের সচেতনতা বৃদ্ধি, বিকল্প কর্মসংস্থান নিশ্চিতকরণ এবং আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় সিদ্ধান্ত হয়, নির্দিষ্ট সময়ের জন্য জেলার সব নদ-নদীতে মা ইলিশ শিকার রোধে প্রশাসন কঠোর নজরদারি চালাবে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক সারমিন আক্তার জাহান বলেন, মা ইলিশ রক্ষায় প্রশাসনের পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন। এতে ভবিষ্যৎ প্রজন্ম একটি সমৃদ্ধ মাছের ভাণ্ডার পাবে।
কেকে/ আরআই