বরিশালের গৌরনদী উপজেলার আশোকাঠি কাঁচা বাজার এলাকায় একটি বিকাশ ও কনফেকশনারির দোকানে রোববার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে অস্ত্র ঠেকিয়ে ছিনতাইয়ের চেষ্টা চালায় এক ব্যক্তি। পার্শ্ববর্তী দোকানদারদের সহযোগিতায় জনগন ওই ছিনতাইকারীকে গ্রেফতার করে।
ভুক্তভোগী দোকানদার জুয়েল সরদার জানান, সকাল ১০টার দিকে এক ব্যক্তি তার দোকানে প্রবেশ করে একটি বিকাশ নম্বরে ১০,২০০ টাকা পাঠানোর কথা বলেন। টাকা পাঠানোর আগে নগদ অর্থ চাইলে ওই ব্যক্তি ব্যাগ থেকে অস্ত্র বের করে তার কোমরে ঠেকিয়ে বলে, “৬ রাউন্ড গুলি খেতে না চাইলে দ্রুত টাকা পাঠাও।”
এসময় জুয়েল সরদার চিৎকার করলে পার্শ্ববর্তী দোকানদাররা এগিয়ে এসে ছিনতাইকারীকে আটক করেন। আটককৃত ছিনতাইকারীকে প্রাথমিকভাবে মারধর করে।
খবর পেয়ে গৌরনদী মডেল থানা পুলিশ ও সেনাবাহিনী এসে উক্ত ছিনতাইকারীকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তরিকুল ইসলাম বলেন, “প্রাথমিকভাবে ওই ছিনতাইকারীর নাম-পরিচয় পাওয়া যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।”
কেকে/বি