বাংলাদেশের উত্তর প্রান্তের ছোট্ট জনপদ পঞ্চগড়ের তেঁতুলিয়া। যেখানে হিমালয়ের কোলঘেঁষা অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য প্রতিদিনই মুগ্ধ করে পর্যটকদের। দেশের অন্যতম পর্যটন সম্ভাবনাময় এ উপজেলার সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করতে বিশ্ব পর্যটন দিবসে এক অনন্য উদ্যোগ নিয়েছে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে উপজেলার গোবরা সেতু শালবাহান হাট সড়কের আজিজনগর হাইওয়ে বাইপাস সড়ক পর্যন্ত উভয় পাশে রোপণ করা হয় শোভা বর্ধনকারী বৃক্ষ। এর মধ্যে রয়েছে : সোনালু, জারুল, কৃষ্ণচূড়া। এসব বৃক্ষ ফোঁটার মৌসুমে রঙিন সৌন্দর্যে ভরে দেবে পুরো সড়ক।
উপজেলা প্রশাসনের এই ব্যতিক্রমী উদ্যোগ শুধু প্রকৃতির সৌন্দর্য বাড়াবে না, বরং পর্যটন শিল্প বিকাশেও রাখবে গুরুত্বপূর্ণ ভূমিকা এমনটাই বলছেন স্থানীয়রা। দীর্ঘ এই সড়ক রঙিন ফুলে আচ্ছাদিত হলে আগত পর্যটকরা এক নতুন অভিজ্ঞতা লাভ করবেন। যা পর্যটন বিকাশে ইতিবাচক প্রভাব ফেলবে।
এসময় উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এম এ আকাশ ও উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বকর সিদ্দিক সবুজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
উপজেলা ছাত্রদলের সদস্য সচিব এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বলেন, অসংখ্য ধন্যবাদ উপজেলা নির্বাহী অফিসার জনাব আফরোজ শাহীন খসরুকে। আমাদের প্রত্যাশা, এ ধরনের উদ্যোগ তেঁতুলিয়াকে আরও সমৃদ্ধ করবে।
তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফরোজ শাহীন খসরু বলেন, তেঁতুলিয়া বাংলাদেশের পর্যটন সম্ভাবনায় ভরপুর একটি অঞ্চল। এখানে প্রতিবছর হাজারো পর্যটক হিমালয়ের দৃশ্য উপভোগ করতে আসেন। আমরা চাই তাদের জন্য একটি পরিচ্ছন্ন, মনোরম ও নান্দনিক পরিবেশ তৈরি করতে। বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে শোভা বর্ধনকারী বৃক্ষরোপণ কার্যক্রম শুধু পরিবেশের ভারসাম্য রক্ষাই করবে না, বরং এই সড়ককে রঙিন ফুলে সাজিয়ে পর্যটকদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করবে। আগামী দিনে এই উদ্যোগ তেঁতুলিয়ার পর্যটন শিল্পকে সমৃদ্ধ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেকে/বি