নারায়ণগঞ্জে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নগরীর ৭০টি পূজামণ্ডপে সাড়ে ১৭ লাখ টাকা বিতরণ করেছে মহানগর বিএনপি।
দলটির কেন্দ্রীয় কর্মসূচির অংশ শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে নগরীর হোসিয়ারী সমিতি প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে পূজা উদযাপন কমিটির নেতাদের হাতে এসব অর্থ তুলে দেয়া হয়।
মহানগর বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, প্রাইম গ্রুপের চেয়ারম্যান আবু জাফর আহমেদ বাবুল, রামকৃষ্ণ মিশন আশ্রমের অধ্যক্ষ স্বামী শ্রী একনাথনন্দ, পূজা উদযাপন কমিটির উপদেষ্টা প্রবীর কুমার সাহা, পূজা উদযাপন পরিষদ জেলা শাখার সভাপতি শংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন প্রমুখ।
অনুষ্ঠানে বিএনপি নেতারা বলেন, আমরা বিশ্বাস করি এ বছর দুর্গা উৎসব আরও জাঁকজমকপূর্ণ হবে।বিএনপি সবসময় সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন মজবুত করতে কাজ করছে।
এ সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানান নেতারা।
আবু জাফর আহমেদ বাবুল বলেন, ধর্ম যার যার উৎসব সবার আসলে এটি ঠিক নয়। ধর্ম যার উৎসবও তার। তবে বাংলাদেশ সবার।
কেকে/ আরআই